পেটেন্ট দ্বন্দ্ব মেটালো অ্যাপল ও গুগল

মোবাইল ফোন শিল্পের দুই জায়ান্ট কোম্পানি অ্যাপল ও গুগল নিজেদের মধ্যে দীর্ঘদিন যাবত চলমান পেটেন্ট দ্বন্দ্বের অবসান ঘটিয়েছে। প্রযুক্তি পেটেন্ট নিয়ে একে অপরের বিরুদ্ধে যেসব মামলা ঠুকেছিল সেগুলো তুলে নিতে রাজী হয়েছে প্রতিষ্ঠানদুটি।

এক যৌথ বিবৃতিতে অ্যাপলগুগল জানিয়েছে, উভয় কোম্পানি এখন পেটেন্ট সঙ্ক্রান্ত সংস্কার সাধন নিয়ে কাজ করবে।

অবশ্য, এতে এদের মধ্যে একে অন্যের মেধাস্বত্ব লাইসেন্সিং নিয়ে কোনও চুক্তি হয়নি।

নিশ্চয়ই জানেন, আইফোন নির্মাতা অ্যাপল এ পর্যন্ত গুগলের এন্ড্রয়েড ওএস চালিত বিভিন্ন কোম্পানির ডিভাইসের বিরুদ্ধে পেটেন্ট লঙ্ঘনের অভিযোগ এনেছে। এ নিয়ে কোটি কোটি ডলারের মামলায় জড়িয়েছে অ্যাপল। বর্তমানে প্রায় ৮০% নতুন স্মার্টফোনে এন্ড্রয়েড ওএস চলছে।

এই মাসের শুরুতে অ্যাপল-স্যামসাংয়ের মধ্যে চলমান এক পেটেন্ট মামলায় ১১৯.৬ মিলিয়ন মার্কিন ডলার জরিমানার মুখোমুখী হয়েছে স্যামসাং। একই রায়ে স্যামসাংয়ের পেটেন্ট লঙ্ঘনের দায়ে অ্যাপলেরও ১৫৮,০০০ ডলার জরিমানা হয়।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *