আগস্টেই আসছে আইফোন ৬?

টেক জায়ান্ট অ্যাপল সাধারণত প্রতিবছর সেপ্টেম্বরে নতুন প্রজন্মের আইফোন রিলিজ করে থাকে। কিন্তু এবার এর ব্যতিক্রম হতে পারে। বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী, এ বছর আগস্ট মাসেই আইফোন ৬ মুক্তি দেবে অ্যাপল।

তাইওয়ান’স ইকোনোমিক ডেইলি নিউজের এক প্রতিবেদনের বরাত দিয়ে রয়টার্স জানাচ্ছে, এবছর বরাবরের চেয়ে এক মাস আগে, অর্থাৎ আগস্টে নতুন আইফোন ৬ বাজারে আনবে অ্যাপল।

ঐ প্রতিবেদন অনুযায়ী, আগস্টে বাজারে আসার জন্য অপেক্ষমাণ আইফোন ৬ এর স্ক্রিন সাইজ হবে ৪.৭ ইঞ্চি; এরপর সেপ্টেম্বরে আরও বড় স্ক্রিনের আইফোন মডেল রিলিজ করবে অ্যাপল। এর স্ক্রিনের আকার হবে ৫.৫ ইঞ্চি অথবা ৫.৬ ইঞ্চি।

এবছর স্যামসাং, এইচটিসি সহ অন্যান্য প্রতিযোগী কোম্পানিগুলোর স্মার্টফোন ভাল ব্যবসা করছে বলে অ্যাপল তাদের কৌশলে একটু পরিবর্তন আনছে বলে ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,549 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *