বাংলাদেশে আইওটি ইকোসিস্টেম নিয়ে এলো ওয়ানপ্লাস

বাংলাদেশের বাজারে নিজস্ব ইকোসিস্টেম নিয়ে এলো প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়ানপ্লাস। এর অংশ হিসেবে অত্যাধুনিক তিনটি ডিভাইস উন্মোচন করা হয়েছে। ডিভাইস তিনটি হলো, ওয়ানপ্লাস প্যাড টু, ওয়ানপ্লাস বাডস প্রো থ্রি এবং ওয়ানপ্লাস ওয়াচ টু। এই ডিভাইসগুলো নিরবচ্ছিন্ন সংযোগ, অত্যাধুনিক ডিজাইন ও উন্নত ফিচারের মাধ্যমে আপনার জীবনকে করবে আরও সহজ ও উন্নত।

ট্যাবলেট প্রযুক্তিতে ওয়ানপ্লাস প্যাড ২ নতুন মানদণ্ড নিয়ে এসেছে। এর অল-মেটাল ইউনিবডি স্লিক ডিজাইন অত্যন্ত স্টাইলিশ। স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর ভিত্তিক এই ট্যাবে থাকছে ৩কে ১২.১-ইঞ্চি ডিসপ্লে। সাথে থাকছে ছয়টি স্টেরিও স্পিকার। সুতরাং বুঝতেই পারছেন এটি কেমন অসাধারণ অভিজ্ঞতা দিবে। সাথে আছে বিভিন্ন রকম এআই ফিচার।

ডিভাইসটিতে দেয়া হয়েছে ৯৫১০ mAh ব্যাটারি ও ৬৭ ওয়াট ফাস্ট চার্জ সুবিধা। প্যাডটির দাম ৫৯,৯৯৯ টাকা।

টেকসই ডিজাইনের স্মার্টওয়াচ ওয়ানপ্লাস ওয়াচ ২ পাওয়া যাচ্ছে ব্ল্যাক স্টিল রঙে। এর মূল্য ২৯,৯৯৯ টাকা। হেলথ ট্র্যাকিং এবং অন্যান্য স্মার্ট ফিচার সহ এটি আপনার স্বাস্থ্যের বিভিন্ন লক্ষ্য অর্জনে সহায়তা করবে। জানতে পারবেন রক্তে অক্সিজেনের পরিমাণ, রিয়েল-টাইম হার্টরেট, ঘুমের ধরন, স্ট্রেস লেভেল প্রভৃতি।

ডিভাইসটি উন্নত পার্ফমেন্সের সাথে ১০০ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ দেবে। আছে অ্যামোলেড প্রযুক্তির ১.৪৩-ইঞ্চি স্ক্রিন, ২ জিবি র‍্যাম, ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ। ডিভাইসটি চলবে গুগল ওয়্যার ওএস এ। এটি ওয়ানপ্লাস ইকোসিস্টেমের বিভিন্ন ডিভাইসের সাথে যুক্ত হয়ে কাজ করতে পারবে ও নোটিফিকেশন দেখাতে পারবে।

oneplus iot bd

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

কোম্পানিটি আরও আনছে ওয়ানপ্লাস বাডস প্রো ৩। ইয়ারবাডটিতে রয়েছে স্প্যাশাল অডিও, ৪৩ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ ও হেড ট্র্যাকিং ফিচার। 

ওয়ানপ্লাসের ফ্ল্যাগশিপ ও এক্সক্লুসিভ ব্র্যান্ড স্টোরে ওয়ানপ্লাস প্যাড ২ ও ওয়াচ ২ পাওয়া যাচ্ছে। এছাড়া অনলাইনে দারাজ, পিকাবু ও গ্যাজেট অ্যান্ড গিয়ার ইকমার্স শপেও পণ্যগুলো পাওয়া যাবে। বাডস প্রো ৩ এর মূল্য এবং বিক্রি শুরুর তারিখ শীঘ্রই জানানো হবে। পণ্যগুলোর সাথে ১ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাওয়া যাবে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,544 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *