
গ্রামীণফোন জানাচ্ছে,
- এই অফারের আওতায় জিপি হাউসসহ ১৮টি গ্রামীণফোন সেন্টার থেকে গ্রাহকগণ পুরনো প্রিমিয়ার নম্বর সিরিজ ‘ক্যাটাগরী A’ কিনতে পারবেন মাত্র ২৯,৯৯৯ টাকায় (প্রকৃত মূল্য ৩৫,০০০ টাকা) এবং ‘ক্যাটাগরি B’ কিনতে পারবেন মাত্র ২,০০০ টাকায়।
- প্রিপেইড (জিপি প্রিপেইড ও ডিজুস) এবং পোস্টপেইড (এক্সপ্লোর ও বিজনেস সলিউশনস্ পোস্টপেইড) উভয়ই ওল্ড প্রিমিয়ার নম্বর হিসেবে পাওয়া যাবে।
- ওল্ড নম্বর সিরিজে জন্য গ্রামীণফোন প্লাটিনাম, গোল্ড এবং সিলভার স্টার গ্রাহকগণ যথাক্রমে ৫০%, ২৫% এবং ১০% ডিসকাউন্ট পাবেন। এক বছরের মধ্যে, স্টার গ্রাহকগণ তাঁর পছন্দের নম্বরে সর্বোচ্চ ৪ বার ছাড় পাবেন।
- এছাড়াও, গ্রাহকগণ মাত্র ১,৪০০ টাকায় জোড়া নম্বর সিরিজ কিনতে পারবেন (প্রকৃত মূল্য ৬,২৯৮ টাকা, আলাদাভাবে সিম কিটের ১৪৯ মূল্য টাকা ধরা হবেনা)। অফার চলাকালীন সময়ে জোড়া নম্বরের ক্ষেত্রে কোনো প্রকার ছাড় দেওয়া হবেনা।
- ওল্ড প্রিমিয়াম ক্যাটাগরী A: 01711- 5PQXYZ, 01711- 7PQXYZ
ওল্ড প্রিমিয়াম ক্যাটাগরী B: 01711- PQS XYZ, 01711- PQ XX YY
আপনি কি ৩০ হাজার বা তার বেশি টাকা খরচ করে গ্রামীণফোনের ০১৭১১ সিরিজের ‘প্রিমিয়াম’ নাম্বার কিনতে আগ্রহী?
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।

আমাদের যেকোনো প্রশ্ন করুন!