আন্তর্জাতিক ‘গ্রিন মোবাইল অ্যাওয়ার্ড’ পেল গ্রামীণফোন!

পরিবেশবান্ধব কর্মসূচির জন্য মোবাইল অপারেটরদের আন্তর্জাতিক সংগঠন জিএসএম অ্যাসোসিয়েশনের সম্মানজনক পুরস্কার `গ্রিন মোবাইল অ্যাওয়ার্ড’ পেয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। মঙ্গলবার স্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে বাংলাদেশ সময় রাত দেড়টায় এবছরের ১৯তম জিএসএমএ অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিবেক সুদ আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার গ্রহণ করেন।

২০১০ সালে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পরিবেশবান্ধব কার্যক্রম শুরু করে গ্রামীণফোন। জীবাশ্ম জ্বালানির ক্ষতিকর প্রভাব ও কার্বন নিঃসরণ কমিয়ে আনতে বিদ্যুৎ সাশ্রয়ী ‘বেইজ স্টেশন’ (বিটিএস/ টাওয়ার) সহ অন্যান্য স্থাপনায় সৌর বিদ্যুৎ ব্যবহার শুরু করে জিপি।

২০১৩’তে দেশের বৃহত্তম মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের আয় বেড়েছে। ২০১৩ সালে কোম্পানিটির নেটওয়ার্কে ৭১ লাখ নতুন গ্রাহক যুক্ত হয়েছেন। ফলে বছর শেষে জিপির মোট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৭১ লাখ। অর্থাৎ, বাংলাদেশের ৪১.৪ শতাংশ মোবাইল ইউজারই এখন গ্রামীণফোনের সেবা নিচ্ছেন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,549 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *