একের পর এক নতুন ফোন লঞ্চ করেই চলেছে ভিভো। এবার ভিভো ভি২৯ লাইট নামের একটি নতুন ৫জি ফোন নিয়ে এসেছে কোম্পানিটি। ভিভো ভি২৯ লাইট নামের এই নতুন ফোন সম্পর্কে এই পোস্টে জানবেন বিস্তারিত।
ভিভো ভি২৯ লাইট ৫জি ফোনটিতে ৬.৭৮ ইঞ্চি এমোলেড স্ক্রিন রয়েছে যার রেজ্যুলুশন ফুল এইচডি প্লাস। ১২০ হার্জ রিফ্রেশ রেটের পাশাপাশি ১,৩০০ নিটস এর পিক ব্রাইটনেস, ২১৬০ হার্জ PWM ডিমিং ও ডিসিআই-পি৩ কালার গ্যামেট সাপোর্ট করে ফোনটির ডিসপ্লে।
ভিভো ভি২৯ লাইট এর প্রসেসর হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন ৬৯৫, এর সাথে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এই ডিভাইসে রয়েছে ৫,০০০ মিলিএম্প এর ব্যাটারি ও ৪৪ ওয়াট এর ফাস্ট চার্জিং।
ফান টাচ ওএস ১৩ দ্বারা চলবে ফোনটি যা অ্যান্ড্রয়েড ১৩ এর উপর ভিত্তি করে তৈরী। ভিভো জানিয়েছে দুইটি অ্যান্ড্রয়েড ওএস সফটওয়্যার আপডেট ও তিন বছরের সিকিউরিটি আপডেট পাবে উক্ত ফোন।
ভিভো ভি২৯ লাইট ৫জি ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটাপ রয়েছে। ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সাথে এখানে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন অর্থাৎ ওআইএস পেয়ে যাবেন ব্যবহারকারীগণ। এর সাথে আরো রয়েছে ২ মেগাপিক্সেল এর দুইটি ক্যামেরা যেগুলো ম্যাক্রো ফটোগ্রাফি ও ডেপথ সেন্সিং এর কাজে আসবে৷ ফোনের ফ্রন্টে রয়েছে ১৬ মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা যা দ্বারা অন্য সব ভিভো ফোনের মতোই বিউটিফাইড সেল্ফি তোলা যাবে।
সিকিউরিটির জন্য ফোনটিতে আন্ডার-ডিসপ্লে ফিংগারপ্রিন্ট সেন্সর রয়েছে। এই ডিভাইসটিতে আইপি৫৪ রেটিং রয়েছে যার কল্যাণে পানি ও ধুলাবালির ছিটেফোঁটা থেকে এটি রক্ষা পাবে। ওজনে মাত্র ১৭৭ গ্রামের ফোনটি বেশ হালকা বটে।
ভিভো ভি২৯ লাইট ফোনটি ব্ল্যাক ও গোল্ড কালারে পাওয়া যাবে। ফোনটির দাম পড়বে প্রায় ৩৫৯ ইউরো বা ৩৮৫ ডলার। এর দাম বাংলাদেশি টাকায় চল্লিশ হাজারের মত হতে পারে। ভিভো ভি২৯ লাইট ৫জি সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে।
🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।