আসছে সনির নিজস্ব উইন্ডোজ ফোন!

নতুন বছরে সনি একটি উইন্ডোজ ফোন ওএস চালিত ডিভাইস বাজারে আনবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্যা ইনফরমেশন। এতে নোকিয়া আর সনির মধ্যে খুব একটি ভালো প্রতিযোগিতা হবে। তবে এটি এখনও নির্ধারিত হয়নি। যদি মাইক্রোসফট আর সনির মধ্যে সবকিছু ভালো ভাবে না হয় তাহলে, এটি আর সম্ভব হবে না!

তবে এখন নোকিয়াই এখন উইন্ডোজ ফোনের জগতে রাজত্ব করছে। এরি মধ্যে এইচটিসি আর স্যামসাং এন্ড্রয়েড ডিভাইস বানানোতে মনযোগ দিচ্ছে। এছাড়া আর কিছুই দি ইনফরমেশন প্রকাশ করেনি। আমরাও এ সম্পর্কে এই পর্যন্তই জানি। নতুন আপডেট এলে আমাদের সাইটে প্রকাশ করা হবে।

Via: TECHIE REVIVE

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *