স্যামসাং ঘোষণা করল সাশ্রয়ী এন্ড্রয়েড স্মার্টফোন ‘গ্যালাক্সি কোর অ্যাডভান্স’

Galaxy-Core-Advanceদক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিকস জায়ান্ট স্যামসাং তাদের গ্যালাক্সি সিরিজের নতুন একটি স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে। গ্যলাক্সি কোর অ্যাডভান্স নামের এই ডিভাইসে থাকবে ৪.৭ ইঞ্চি ডাব্লিউভিজিএ টিএফটি স্ক্রিন, এন্ড্রয়েড ৪.২ জেলি বিন প্রভৃতি। এটি মূলত সাশ্রয়ী দামের হ্যান্ডসেট হবে যা ২০১৪ সালের প্রথম দিকে মার্কেটে আসবে।

গ্যালাক্সি কোর এডভান্স স্মার্টফোনে আরও পাবেন ১.২ গিগাহার্টজ প্রসেসর, ১জিবি র‍্যাম, ৮জিবি ইন্টারনাল মেমোরি, মাইক্রোএসডি কার্ড স্লট (৬৪জিবি পর্যন্ত সাপোর্ট), ২০০০ এমএএইচ ব্যাটারি, স্যামসাং এস ভয়েস, এস ট্র্যানসলেটর, সাউন্ড এন্ড শট, গ্রুপ প্লে, ইজি মুড, এনএফসি, ব্লুটুথ ৪.০, জিপিএস, থ্রিজি ইত্যাদি।

ডিভাইসটিতে থাকছে ৫ মেগাপিক্সেল অটোফোকাস ব্যাক ক্যামেরা ও ভিজিএ ফ্রন্ট ক্যামেরা। এর মূল্য সম্পর্কে কোন তথ্য জানায়নি স্যামসাং। তবে ডেইলিমেইল ইউকে জানাচ্ছে, স্মার্টফোনটির মূল্য পড়তে পারে ১৫০-১৭০ ব্রিটিশ পাউন্ডের মধ্যে (অথবা মার্কিন ডলার হিসেবে সর্বোচ্চ ২৭৫ ইউএসডি) যা বাংলাদেশী মুদ্রায় ২০-২১ হাজার টাকার মত খরচ করবে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,549 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *