অবশেষে থ্রিজি চালু করার আনুষ্ঠানিক ঘোষণা দিল দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর বাংলালিংক। আজ ২৫ সেপ্টেম্বর পরীক্ষামূলকভাবে থ্রিজি চালু করেছে কোম্পানিটি। আর অক্টোবরের মধ্যেই পুরোদমে থ্রিজি চালু করবে বলে জানিয়েছে বাংলালিংক। প্রতিষ্ঠানটির সিইও জিয়াদ সাতারা বুধবার ঢাকার ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন।
এ বছরের মধ্যেই ঢাকার পর থ্রিজি সেবা চালু হবে চট্টগ্রাম, খুলনা ও সিলেট অঞ্চলে। দেশের অবশিষ্ট এলাকাগুলোতে পর্যায়ক্রমে বহুল প্রতীক্ষিত এই সেবা পৌঁছে দেওয়া হবে। এজন্য ৩০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হবে বলেও জানান তিনি।
জিয়াদ সাতারা বলেন, “সম্প্রতি বাংলালিংক থ্রিজি লাইসেন্স পেয়েছে। বাংলালিংকের গ্রাহকরা পুরনো সিমেই থ্রিজি সেবা পাবেন।”
গত ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত থ্রিজি নিলামে ওঠা দামের প্রথম কিস্তি পরিশোধ করে গত ১২ সেপ্টেম্বর লাইসেন্স নিয়েছেগ্রামীণফোন, রবি ও এয়ারটেল। এরপর বাংলালিংকও লাইসেন্স সংগ্রহ করে।
১০ মেগাহার্টজ স্পেকট্রামের থ্রিজি লাইসেন্স পেতে জিপিকে পরিশোধ করতে হচ্ছে প্রায় ১ হাজার ৬২৩ কোটি টাকা। আর অপর তিন বেসরকারি অপারেটর বাংলালিংক, রবি ও এয়ারটেল প্রত্যেক প্রতিষ্ঠানকে তাদের নিজ নিজ ৫ মেগাহার্টজ তরঙ্গের জন্য (একই রেটে) গুণতে হবে প্রায় ৮১৬ কোটি টাকা করে।
টেলিটক নিলামে ওঠা দর (২ কোটি ১০ লাখ ডলার/মেগাহার্টজ) পরিশোধপূর্বক ১০ মেগাহার্টজ তরঙ্গ ব্যবহার করবে।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।