রিয়েলমি ৯ প্রো সিরিজ এলো দুটি ৫জি ফোন নিয়ে

দেশের বাজারে সম্প্রতি রিয়েলমি ৯আই ফোনটি মুক্তি পেয়েছ এরই মধ্যে গ্লোবালি লঞ্চ হয়ে গেলো রিয়েলমি ৯ প্রো সিরিজ। রিয়েলমি ৯ প্রো সিরিজে থাকছে রিয়েলমি ৯ প্রো ও রিয়েলমি ৯ প্রো+ , ডিভাইস দুইটি। চলুন জেনে নেওয়া যাক সদ্য মুক্তি পাওয়া রিয়েলমি ৯ প্রো ও রিয়েলমি ৯ প্রো প্লাস, ফোন দুইটি সম্পর্কে।

রিয়েলমি ৯ প্রো প্লাস 

রিয়েলমি ৯ প্রো প্লাস ফোনটিতে ৯০হার্জ রিফ্রেশ রেট সাপোর্টেড ৬.৪ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন ব্যবহার করা হয়েছে। কর্নিং গরিলা গ্লাস ৫ প্রটেক্ট করবে এই ফুল এইচডি প্লাস রেজ্যুলেশনের ডিসপ্লেকে। ডিসপ্লের টপ লেফট কর্নারের পাঞ্চ-হোল কাটআউটে স্থান পেয়েছে ফোনটির ১৬মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা। এছাড়াও ১৮২গ্রাম ওজনের ফোনটির ব্যাক প্যানেলেও গ্লাস কোটিং দেওয়া রয়েছে।

রিয়েলমি ৯ প্রো প্লাস ফোনটি চলবে মিডিয়াটেক এর ডাইমেনসিটি ৯২০ প্রসেসর দ্বারা। সর্বোচ্চ ৮জিবি র‍্যাম ও ২৫৬জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে এটি। ৪৫০০মিলিএম্প এর ব্যাটারির রিয়েলমি ৯ প্রো প্লাস ৬০ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড।

রিয়েলমি ৯ প্রো প্লাস ফোনটিতে ৫০মেগাপিক্সেলের মেইন সেন্সরের পাশাপাশি ৮মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা ও ২মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা রয়েছে। উল্লেখ্য যে ফোনটির মেইন সেন্সরে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন রয়েছে। ডুয়াল স্পিকার এর পাশাপাশি ডলবি এটমোস সাপোর্টও রয়েছে ফোনটিতে।

মোট তিনটি র‍্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে রিয়েলমি ৯ প্রো প্লাস ফোনটি। এখানে ইন্ডিয়ার বাজার দর অনুসারে ফোনের দাম দেওয়া হলো। ৬জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের রিয়েলমি ৯ প্রো+ এর দাম ২৪,৯৯৯রুপি।

৮জিবি ও ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৬,৯৯৯রুপি। সর্বোচ্চ ভ্যারিয়েন্টে থাকছে ৮জিবি র‍্যাম ও ২৫৬জিবি স্টোরেজ, যার দাম পড়বে ২৮,৯৯৯রুপি। মিডনাইট ব্ল্যাক, অরোরা গ্রিন ও সানরাইজ ব্লু – এই তিনটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে রিয়েলমি ৯ প্রো+ ফোনটি।

রিয়েলমি ৯ প্রো প্লাস

একনজরে রিয়েলমি ৯ প্রো প্লাস এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৪ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০
  • র‍্যামঃ ৬জিবি / ৮জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি / ২৫৬জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৫০মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৪৫০০মিলিএম্প
  • চার্জিংঃ ৬০ওয়াট

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

রিয়েলমি ৯ প্রো

৬.৬ইঞ্চির ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে থাকছে রিয়েলমি ৯ প্রো ফোনটিতে। এই ডিসপ্লে আবার ১২০হার্জ রিফ্রেশ রেট সাপোর্টেড। ফোনের ডিসপ্লের টপ লেফট কর্নারে থাকা হোল-পাঞ্চ কাটআউটে ফোনটির ফ্রন্ট ক্যামেরা স্থান পেয়েছে।

কোয়ালকম এর স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে ফোনটিতে। সর্বোচ্চ ৮জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজে পাওয়া যাবে রিয়েলমি ৯ প্রো।

রিয়েলমি ৯ প্রো এর ব্যাকে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটাপ, যেখানে ৬৪মেগাপিক্সেল মেইন সেন্সরের পাশাপাশি ৮মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা ও২মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা রয়েছে।

👉 রিয়েলমি ফোনের দাম ২০২২

সেল্ফির জন্য ফোনের ফ্রন্টে রয়েছে ১৬মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক রিয়েলমি ইউআই ৩ এ রান করছে ফোনটি।

রিয়েলমি ৯ প্রো

রিয়েলমি ৯ প্রো ফোনটি পাওয়া যাবে দুইটি র‍্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্টে। ৬জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজ এর বেস ভ্যারিয়েন্ট পাওয়া যাবে ১৭,৯৯৯রুপি দামে। অন্যদিকে সর্বোচ্চ ভ্যারিয়েন্ট, ৮জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজের রিয়েলমি ৯ প্রো পাওয়া যাবে ২০,৯৯৯রুপিতে। রিয়েলমি ৯ প্রো প্লাস এর মতো মিডনাইট ব্ল্যাক, অরোরা গ্রিন ও সানরাইজ ব্লু – এই তিনটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে রিয়েলমি ৯ প্রো।

একনজরে রিয়েলমি ৯ প্রো এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৬ইঞ্চি
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫
  • র‍্যামঃ ৬জিবি / ৮জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
  • চার্জিংঃ ৩৩ওয়াট

আপনার কাছে কেমন লেগেছে রিয়েলমি ৯ প্রো সিরিজ? আমাদের জানান কমেন্ট সেকশনে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,549 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *