অনলাইন জগতে প্রতি মুহুর্তেই অগণিত ক্রিয়া-প্রতিক্রিয়া ঘটছে।
কিন্তু এর বিশালতা সম্পর্কে আমাদের কতটুকু ধারণা আছে? প্রত্যেক সেকেন্ডে ফেসবুক, গুগল, ইউটিউব, স্কাইপ – সব মিলিয়ে পুরো ইন্টারনেটে যা যা হচ্ছে তার রিয়েল টাইম পরিসংখ্যান দেখতে কেমন লাগবে?
নিশ্চয়ই বেশ অবাক করার মত একটি ব্যাপার হবে। “ওয়ান সেকেন্ড অন দ্যা ইন্টারনেট” ওয়েবসাইটটি এমনই একটি সুযোগ এনে দিয়েছে। এই ওয়েবসাইটটিতে আপনি দেখতে পাবেন সেকেন্ডে কতটি ফেসবুক লাইক হচ্ছে, কতগুলো টুইট পোস্ট হচ্ছে, ইউটিউবে কী পরিমাণ ভিডিও দেখা হচ্ছে প্রভৃতি…
তো চলুন নিচে এম্বেডকৃত “ওয়ান সেকেন্ড অন দ্যা ইন্টারনেট” সাইটের ফ্রেমে দেখে নিই এই মুহুর্তে অনলাইন দুনিয়ায় কী চলছে। ফেসবুক, টুইটার, ইউটিউব, ড্রপবক্স, প্রভৃতি আলাদা আলাদা সাইটের জন্য প্রতি সেকেন্ডের রিয়েল টাইম আপডেট পেতে নিচে বৃত্তাকার হলুদাভ নিম্নমুখী তীর সংবলিত বাটনে ক্লিক করুন।
[iframe src=”http://onesecond.designly.com/” width=”650″ height=”500″]
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।