অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপ লক করার নিয়ম

মোবাইলে কমবেশি সবাই বায়োমেট্রিক লক বা পিন ব্যবহার করে থাকেন। তবে ব্যক্তিগত কারণে নির্দিষ্ট অ্যাপ লক করার প্রয়োজন পড়তে পারে। পাসওয়ার্ড ম্যানেজার, ব্যাংকিং অ্যাপ, ইত্যাদি গুরুত্বপূর্ণ অ্যাপে বিল্ট-ইন অ্যাপ লক থাকলেও অনেক অ্যাপে এই সুবিধা নেই।

কিছু কিছু অ্যান্ড্রয়েড ডিভাইসে বিল্ট-ইন অ্যাপ লক ফিচার রয়েছে। যেসব অ্যান্ড্রয়েড ডিভাইসে এই সুযোগ নেই, সেসব ডিভাইসে থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে অ্যাপ লক করা সম্ভব। এই পোস্টে জানবেনঃ

  • স্যামসাং ফোনে অ্যাপ লক করার নিয়ম
  • কিভাবে শাওমি / পোকো / রেডমি মোবাইলে অ্যাপ লক করবেন
  • অপো / রিয়েলমি ফোনে অ্যাপ লক কিভাবে করতে হয়
  • হুয়াওয়ে ফোনে অ্যাপ লক করার নিয়ম
  • কিভাবে ওয়ানপ্লাস ফোনে অ্যাপ লক করবেন
  • থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে অ্যাপ লক করার নিয়ম

স্যামসাং ফোনে অ্যাপ লক করার নিয়ম

স্যামসাং ফোনে বিল্ট-ইন স্যামসাং অ্যাপ লক ফিচার ব্যবহার করে অ্যাপ লক করা যাবে। স্যামসাং ফোনে অ্যাপ লক করতেঃ

  • সেটিংস ওপেন করুন
  • স্ক্রল করে Advanced Features সেকশনে প্রবেশ করুন
  • Lock and mask apps সেকশনে প্রবেশ করুন
  • এই অপশনটি যদি দেখতে না পান, তবে গুগল প্লে স্টোর থেকে S Secure অ্যাপটি ইন্সটল করুন, অ্যাপ ইন্সটলের পর অপশনটিতে প্রবেশ করুন
  • On সুইচ টোগোল করে দিন
  • এখন অ্যাপ লক এর জন্য প্যাটার্ন, পিন, পাসওয়ার্ড, ফেস আনলক থেকে যেকোনো একটি নির্বাচন করুন
  • পছন্দমত আনলক মেথডের সেটাপ সম্পন্ন করুন
  • এরপর Locked Apps এ ট্যাপ করুন
  • কাংখিত অ্যাপ লক করতে প্রথমে Add সিলেক্ট করুন ও এরপর প্রদর্শিত তালিকা থেকে যেসব অ্যাপ লক করতে চান সেগুলো সিলেক্ট করুন
  • ব্যাক করলে Locked apps সেকশনে লক করা অ্যাপসমুহ দেখতে পাবেন
  • এরপর আপনার ফোনের অ্যাপ মেন্যুতে লক করার অ্যাপসমুহে একটি লক চিন্হ দেখতে পাবেন 

শাওমি / পোকো / রেডমি মোবাইলে অ্যাপ লক করার নিয়ম

শাওমি, রেডমি ও পোকো ব্র‍্যান্ডেড ফোনগুলো শাওমির মিইউআই দ্বারা চালিত। মিইউআই চালিত ফোনে বিল্ট-ইন অ্যাপ লক ফিচার রয়েছে। পোকো, রেডমি বা শাওমি ফোনে অ্যাপ লক করতেঃ

  • ফোনের সেটিংস চালু করুন
  • এরপর স্ক্রল করে Apps সেকশনে প্রবেশ করুন ও App Lock এ ট্যাপ করুন
  • ফিংগারপ্রিন্ট বা পিন ভেরিফিকেশন চাওয়া হলে তা প্রদান করুন
  • শাওমি নিজ থেকে কিছু অ্যাপ সিলেক্ট করে রাখে, যেগুলো লক করার প্রয়োজন হতে পারে। Turn on সিলেক্ট করে ফিচারটি চালু করুন
  • পরবর্তী ধাপে যেসব অ্যাপ লক করতে চান, সেগিলো সিলেক্ট করুন ও Use App lock এ ট্যাপ করুন
  • পরবর্তী ধাপে আপনার মি একাউন্ট এর তথ্য প্রদান করতে বলা হতে পারে, সেক্ষেত্রে Now now সিলেক্ট করুন
  • এরপর লক করা অ্যাপের জন্য পিন, প্যাটার্ন বা পাসওয়ার্ড সেট করে অ্যাপ লকের প্রক্রিয়া সম্পন্ন করুন

অপো / রিয়েলমি ফোনে অ্যাপ লক করার নিয়ম

অপো ও রিয়েলমি ব্র‍্যান্ডের ফোনগুলোর অ্যাপ লক ফিচার একই উপায়ে চালু করা যায়। অপো ও রিয়েলমি ফোনে অ্যাপ লক করতেঃ

  • সেটিংসে প্রবেশ করে Privacy অপশন সিলেক্ট করুন
  • এরপর প্রাইভেসি মেন্যু থেকে App lock সিলেক্ট করুন
  • নিজের পছন্দমত প্রাইভেসি পাসওয়ার্ড প্রদান করুন ও Next চাপুন
  • এরপর কিছু প্রি-সিলেক্টেড অ্যাপসহ অ্যাপের তালিকা দেখতে পাবেন, কাংখিত অ্যাপ লক করতে সিলেক্ট করুন
  • বায়োমেট্রিক মেথড থাকলে পরবর্তী ধাপে সেগুলো ব্যবহার করার অপশন পাবেন।

হুয়াওয়ে ফোনে অ্যাপ লক করার নিয়ম

হুয়াওয়ে ফোনেও অ্যাপ লক ফিচার ব্যবহার করা যাবে। হুয়াওয়ে মোবাইলে অ্যাপ লক করতেঃ

  • সেটিংসে প্রবেশ করে Security সেকশনে প্রবেশ করুন
  • App Lock এ ট্যাপ করুন
  • এখন অ্যাপ লক এর জন্য একটি পাসওয়ার্ড প্রদান করতে বলা হবে
  • চাইলে ইতিমধ্যে ফোনে থাকা পাসওয়ার্ড অ্যাপ লক করতে ব্যবহার করতে পারবেন বা নতুন পাসওয়ার্ড ও সেট করা যাবে
  • এরপর অ্যাপের তালিকা দেখানো হলে যেসব অ্যাপ লক করতে চান, সেগুলো সিলেক্ট করুন

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

ওয়ানপ্লাস ফোনে অ্যাপ লক করার নিয়ম

ওয়ানপ্লাস ফোনে বিল্ট-ইন অ্যাপ লক ফিচার রয়েছে। ওয়ানপ্লাস ফোনে অ্যাপ লক করতেঃ

  • সেটিংসে প্রবেশ করুন
  • Utilities এ ট্যাপ করুন
  • App locker এ ট্যাপ করুন
  • স্কিন লক মেথড নির্বাচন করুন
  • লক করা অ্যাপসমূহের নোটিফিকেশন লকস্ক্রিনে কিভাবে দেখতে চান তা সিলেক্ট করে Done এ ট্যাপ করুন
  • অ্যাপ লকার মেন্যু ওপেন হলে Add apps এ ট্যাপ করুন
  • যেসব অ্যাপ লক করতে চান, সেসব অ্যাপ সিলেক্ট করুন
  • ব্যাক করলে লক করা অ্যাপের তালিকায় মাত্র সিলেক্ট করা অ্যাপসমুহ দেখতে পাবেন

থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে এন্ড্রয়েড অ্যাপ লক করার নিয়ম

ইতিমধ্যে আমরা প্রায় প্রতিটি ব্র‍্যান্ডের ফোনে অ্যাপ লক ব্যবহারের নিয়ম সম্পর্কে জেনেছি। কিন্তু কোনো কারণে আপনার ফোনে যদি অ্যাপ লক ফিচার না থাকে কিংবা আপনি অন্য কোনো কারণে আলাদা অ্যাপ লক করার অ্যাপ ব্যবহার করতে চান, সেই বিকল্প পদ্ধতিও রয়েছে।

গুগল প্লে স্টোরে অ্যাপ লক করার জন্য অসংখ্য অ্যাপ পেয়ে যাবেন। অ্যাপ লক এর পাশাপাশি এসব অ্যাপ ব্যবহার করে সিস্টেম সেটিংস পর্যন্ত লক করা যায়। অ্যাপ লক এর ক্ষেত্রে ফোনের স্ক্রিন লক এর চেয়ে আলাদা পিন, প্যাটার্ন বা পাসওয়ার্ড নির্বাচন করাই শ্রেয়।

👉 অ্যান্ড্রয়েড ডেভলপার অপশনে লুকানো ফিচারগুলো জেনে নিন

থার্ড পার্টি অ্যাপ লক করার অ্যাপসমূহ দ্বারা অ্যাপ লক করার পাশাপাশি অ্যাপ হাইড ও করা সম্ভব। প্লে স্টোরে অসংখ্য অ্যাপ লক করার অ্যাপ থাকলেও আমরা এই পোস্টে “App Lock” অ্যাপটি ব্যবহার করে অ্যাপ লক করার নিয়ম শিখবো।

👉 App Lock অ্যাপটি ডাউনলোড করতে ক্লিক করুন

অ্যাপটি ইন্সটল করে প্রথমবার প্রবেশের পর একটি মাস্টার পিন তৈরি করতে বলা হবে। একটি ৪ ডিজিটের প্রদান করুন। পিন যাচাই করতে পরপর দুইবার একই পিন প্রদান করুন। আপনার ফোনে ফিংগারপ্রিন্ট থাকলে, সেক্ষেত্রে অ্যাপ লক করতে ফিগারপ্রিন্ট ব্যবহার করতে চান কিনা তা নির্বাচন করুন। 

অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপ লক করার নিয়ম

উল্লিখিত সেটাপ সম্পন্ন হলে এবার অ্যাপ লক করার প্রক্রিয়া শুরু করতে পারবেন। App lock অ্যাপ ব্যবহার করে অ্যাপ লক করতেঃ

  • অ্যাপে প্রবেশ করে প্লাস (+) চিন্হে ট্যাপ করুন
  • এরপর যেসব অ্যাপ লক করতে চান সেগুলো সিলেক্ট করুন
  • সিলেকশন কনফার্ম করতে পুনরায় প্লাস (+) চিন্হে ট্যাপ করুন
  • প্রথমবার কোনো অ্যাপ লক করার পারমিশন চেয়ে পপ আপ আসতে পারে
  • এসব পপ আপ ভালোভাবে দেখে বুঝে আপনার পছন্দ অনুযায়ী সিদ্ধন্ত নিন
  • Ok তে ট্যাপ করুন ও অ্যাপকে Usage Data Access পারমিশন প্রদান করুন
  • এরপর ফোনের ইন্টারনাল স্টোরেজের পারমিশন চাইলে সেটি প্রদান করুন
  • প্রয়োজনীয় সকল পারমিশন প্রদান করলে সিলেক্ট লরার অ্যাপসমুহ লক হয়ে যাবে
  • পরবর্তীবার থেকে লক করা অ্যাপসমূহ পরিবর্তন করার সময় সেট করা পিন, পাসওয়ার্ড বা ফিংগারপ্রিন্ট প্রদান করতে হব

আপনি কি অ্যাপ লক ফিচার ব্যবহার করেন? আমাদের জানান কমেন্ট সেকশনে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,545 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *