টেলিটক স্বাগতম প্যাকেজ – ১জিবি ৪৬ টাকা (৩০ দিন), ৪৭ পয়সা/মিনিট!

টেলিটক স্বাগতম প্যাকেজ

টেলিটক স্বাগতম প্যাকেজ দিচ্ছে অবিশ্বাস্য কম খরচে ডেটা ও ভয়েস কল সুবিধা। টেলিটক বলছে এটাই দেশের সবচেয়ে সাশ্রয়ী প্যাকেজ। কোম্পানিটি তাদের ফেসবুক পেজে এক পোস্টে লিখেছেঃ

টেলিটক নিয়ে এলো দেশের সবচেয়ে সাশ্রয়ী প্যাকেজ ‘স্বাগতম’!

এই প্যাকেজে পাচ্ছেন যে কোন রিচার্জের শর্ত ছাড়াই ৪৭ পয়সা প্রতি মিনিট যে কোন অপারেটরে। সাথে পাচ্ছেন মাত্র ৪৬ টাকায় ১ জিবি ইন্টারনেট ডাটা (মেয়াদ ৩০ দিন)।

এছাড়াও আরো থাকছেঃ

  • ৩ জিবি @ ৪২টাকা, মেয়াদ ৫ দিন
  • ২ জিবি @ ৮৪টাকা, মেয়াদ ৩০ দিন
  • ৩০ পয়সা/এসএমএস

কীভাবে পাব টেলিটক স্বাগতম সিম?

টেলিটক স্বাগতম প্যাকেজের সিমের দাম মাত্র ৭০ টাকা। সিমটি পেতে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, দুই কপি পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যেকোনো টেলিটক কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন। এছাড়া নিচের নিয়মে আপনি স্বাগতম প্যাকেজে মাইগ্রেশনও করতে পারবেন।

টেলিটক স্বাগতম প্যাকেজে মাইগ্রেশন

আপনার যদি টেলিটক সিম/সংযোগ থাকে, তাহলে আপনি সহজেই টেলিটক স্বাগতম প্যাকেজে মাইগ্রেশন করতে পারেবন। স্বাগতম প্যাকেজে মাইগ্রেশনের জন্য মেসেজ অপশনে SAG লিখে ১১২ নম্বরে পাঠাতে হবে। আপনার টেলিটক সংযোগ/সিমটি স্বাগতম প্যাকেজে মাইগ্রেট করার উপযুক্ত কি না তা জানতে নাম্বারটি লিখে যেকোন টেলিটক নাম্বার থেকে ১১২ তে SMS করতে হবে।

স্বাগতম প্যাকেজে কি ৪জি আছে?

১৬ই ডিসেম্বর ২০১৮ টেলিটকে ফোরজি চালু হয়েছে। তাই কাভারেজ এরিয়ায় থাকলে আপনি এটা উপভোগ করতে পারবেন। এছাড়া ৩জি তো রয়েছেই। প্রাথমিকভাবে গুলশান, নিকেতন, বারিধারা, বনানী, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট রমনা, মতিঝিল, মিরপুর, মোহাম্মদপুর, শ্যামলী, ফার্মগেট ও ধানমণ্ডী এলাকায় ৪জি পাওয়া যাবে। শীঘ্রই সারাদেশে ৪জি সেবা চালু হবে বলে আশা করছে টেলিটক।

টেলিটকে ৪জি সেবা পাওয়ার পূর্বশর্ত কী?

৪জি পেতে হলে নিম্নোক্ত শর্তগুলো পূরণ করতে হবেঃ

  • ৪জি সাপোর্টেড হ্যান্ডসেট
  • ২০১২ সালের আগে নেয়া ২জি সিম রিপ্লেস করতে হবে
  • বর্তমান ৩জি সিম মাইগ্রেট করে ৪জি-তে যেতে হবে
  • ৪জি কাভারেজ এরিয়ার মধ্যে থাকতে হবে
  • আপনার সিম ৪জি সেবা পাওয়ার জন্য উপযুক্ত কী না তা জানতে chk লিখে SMS করুন 157 নাম্বারে

কিভাবে টেলিটক ৪জি তে মাইগ্রেট করবো?

3G থেকে 4G সিমে মাইগ্রেট করতে হলে “4G” লিখে সেন্ড করুন 111 নাম্বারে।

৪জি তে আপলোড ও ডাউনলোড স্পিড কত?

নেটওয়ার্ক ক্যাপাসিটির উপরে স্পিড নির্ভর করে। সাধারণত আপ্লোড স্পিড ১৫ Mbps ও ডাউনলোড স্পিড ৪০ Mbps পাওয়া যাবে।

বোনাসঃ মোবাইল নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন করার উপায় এই লিংকে দেখুন

টেলিটক স্বাগতম প্যাকেজ সম্বন্ধে আরো জানতে টেলিটকের এই অফিসিয়াল সাইট ভিজিট করুন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *