উইন্ডোজ ১০ স্প্রিং ক্রিয়েটরস আপডেট এলো! ডাউনলোড করুন এক্ষুণি!

গতরাতে মাইক্রোসফট রিলিজ করল উইন্ডোজ ১০ স্প্রিং ক্রিয়েটরস আপডেট। এটি এখন উইন্ডোজ ১০ এপ্রিল ২০১৮ আপডেট নামেই উল্লেখ করা হচ্ছে। পর্যায়ক্রমে সিস্টেম চেকের মাধ্যমে উইন্ডোজ ১০ এপ্রিল ২০১৮ আপডেট রিলিজ হতে শুরু করবে ৮ মে ২০১৮ থেকে

তবে আপনি চাইলে মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে এক্ষুণি উইন্ডোজ ১০ এর এই চমৎকার ফিচার সমৃদ্ধ আপডেট আইএসও ফাইল ডাউনলোড করতে পারেন। আর অপেক্ষা নয়, প্রয়োজনীয় অনেক ফিচার সমৃদ্ধ উইন্ডোজ ১০ স্প্রিং ক্রিয়েটরস আপডেট ডাউনলোড করে নিন এক্ষুণি। কীভাবে উইন্ডোজ ১০ এপ্রিল ২০১৮ আপডেট আইএসও ফাইল ডাউনলোড করবেন, তা জানতে এই পোস্টটি পুরোটা পড়ুন।

আপনি চাইলে আপনার বর্তমান উইন্ডোজ ১০ কম্পিউটারেই উইন্ডোজ ১০ স্প্রিং ক্রিয়েটরস আপডেট ইনস্টল করতে পারেন। এজন্য পিসি চালু থাকা অবস্থায় উইন্ডোজ আপডেটার সফটওয়্যার রান করে আপডেট ফাইল ডাউনলোড ও ইনস্টল করতে হবে। এক্ষেত্রে আপনার পিসিতে এখন যেসব সফটওয়্যার ইনস্টল করা আছে, সেগুলো ইনস্টল করাই থাকবে, অর্থাৎ আপনার কোনো অ্যাপ কিংবা ফাইল হারাবেনা। অথবা আপনি চাইলে উইন্ডোজ ১০ এর লেটেস্ট ভার্সনের আইএসও ডাউনলোড করেও পিসিতে নতুনভাবে ইনস্টল করতে পারেন।

উইন্ডোজ ১০ সরাসরি আপডেট

আপনি যদি উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম ব্যবহার করেন, তাহলে এই লিংকটি ভিজিট করলে মাইক্রোসফটের ওয়েবসাইট আপনাকে বলবে যে, “Windows 10 April 2018 Update now available. The Update Assistant can help you update to the latest version of Windows 10. To get started, click Update now.”- তার মানে আপনি উইন্ডোজ আপডেট অ্যাসিস্ট্যান্ট সফটওয়্যার ব্যবহার করে আপনার পিসির উইন্ডোজ ১০ লেটেস্ট ভার্সনে আপডেট করতে পারেন।

উইন্ডোজ ১০ ডাউনলোড

এজন্য ঐ পেইজে থাকা নীল রঙের ‘Update now’ বাটনে ক্লিক করুন। এতে ৬ মেগাবাইট সাইজের উইন্ডোজ ১০ আপডেট অ্যাসিস্ট্যান্ট অ্যাপ ডাউনলোড হবে। এরপর এই সফটওয়্যার রান করলে এটি আপনার পিসির কনফিগারেশন চেক করবে ও আপডেটের জন্য উপযোগিতা পরীক্ষা করবে। তারপর ‘আপডেট নাউ’ বাটন আসবে। সেটিতে ক্লিক করলে আপডেট ডাউনলোড শুরু হবে এবং কম্পিউটার রিস্টার্ট নিয়ে আপডেট ইনস্টল হবে।

উইন্ডোজ ১০ আইএসও ডাউনলোড

উইন্ডোজ ১০ এর স্প্রিং ক্রিয়েটরস আপডেটযুক্ত আইএসও ফাইল ডাউনলোড করে আইএসও ফাইলটি ডিভিডি কিংবা পেনড্রাইভে বুটেবল করে নিয়ে কম্পিউটারে উইন্ডোজ ১০ এর লেটেস্ট ভার্সন নতুনভাবে ইনস্টল করতে পারেন।

আপনি যদি উইন্ডোজ ১০ কম্পিউটার ব্যবহার করেন, তাহলে এই লিংক থেকে মিডিয়া ক্রিয়েশন টুল (১৮ মেগাবাইট) ডাউনলোড করে সেটি রান করে সেখান থেকে বিভিন্ন অপশন বাছাই করে আইএসও ফাইল ডাউনলোড করতে পারেন।

উইন্ডোজ ১০ ডাউনলোড

অথবা আপনি উইন্ডোজ ১০ ছাড়া অন্য কোনো অপারেটিং সিস্টেম থেকে এই লিংক ভিজিট করলে সেখানে সরাসরি উইন্ডোজ ১০ আইএসও ফাইল ডাউনলোড করতে পারবেন। বর্তমানে উইন্ডোজ ১০ পিসি থেকে ঐ লিংকে সরাসরি আইএসও ডাউনলোড করার সুযোগ দিচ্ছেনা মাইক্রোসফট

তবে আমি অ্যাপলের ম্যাক কম্পিউটার ও এন্ড্রয়েড ফোন থেকে ঐ লিংক ভিজিট করে সরাসরি আইএসও ফাইল ডাউনলোডের অপশন পেয়েছি। সেখানে পেজটির নিচের দিকে ‘সিলেক্ট এডিশন’ ড্রপডাউন বাটনে ক্লিক করে ‘উইন্ডোজ ১০ এপ্রিল ২০১৮ আপডেট’ অপশনের অধীনে থাকা ‘উইন্ডোজ ১০’ সিলেক্ট করতে হবে। এরপর ড্রপডাউন বাটনের নিচে থাকা ‘কনফার্ম’ বাটন ক্লিক করলে পরের পেইজে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে।

উইন্ডোজ ১০ ডাউনলোড

এক্ষেত্রে ‘ইংলিশ ইন্টারন্যাশনাল’ ল্যাঙ্গুয়েজ বাছাই করতে পারেন। ল্যাঙ্গুয়েজ ‘কনফার্ম’ করার পর যে পেজটি আসবে সেখানে আপনি ৩২বিট কিংবা ৬৪ বিট (আপনার টার্গেট পিসির কনফিগারেশন অনুযায়ী যেটা দরকার) সংস্করণের উইন্ডোজ ১০ স্প্রিং ক্রিয়েটরস আপডেটযুক্ত সম্পূর্ণ অপারটিং সিস্টেমটি ডাউনলোড করে নিতে পারেন। এরপর এটি বুটেবল করে আপনার পিসিতে ইনস্টল করতে পারবেন।

আইএসও ফাইল ডিভিডিতে রাইট না করে পেনড্রাইভে বুটেবল করাই সহজ ও দ্রুততর উপায়। রাফাস নামের একটি ছোট্ট সফটওয়্যার দ্বারা পেনড্রাইভে আইএসও ফাইল বুটেবল করে রাইট করা যায়। এই লিংক থেকে রাফাস ডাউনলোড করে নিন। কীভাবে পেনড্রাইভ বুটেবল করবেন তা রাফাস রান করলেই বুঝবেন, এটা অনেক সহজ। এক্ষেত্রে কোনো সহায়তা লাগলে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রশ্ন করুনঃ https://www.facebook.com/groups/Banglatech24Talks

উইন্ডোজ ১০ স্প্রিং ক্রিয়েটরস আপডেটে যেসব নতুন ফিচার আসছে তা জানতে আমার এই পোস্টটি পড়ুন। উইন্ডোজ ১০ স্প্রিং ক্রিয়েটরস আপডেট কেমন লাগলো তা এখানে কমেন্টে জানাতে ভুলবেন না যেনো!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,551 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *