নতুন গ্যাজেট, ডিভাইস এবং অন্যান্য প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনকে আরো সহজ ও আরামদায়ক করে তুলছে। আমরা যাই করিনা কেন প্রযুক্তি আমাদের প্রতিধাপে সাহায্য করছে। হোক সে রান্না ঘরের কাজকর্ম, বাথরুম ওয়াশিং এমনকি গাড়ি ড্রাইভিংও হতে পারে। প্রযুক্তি সব সময় আমাদের সহযোগিতা করছে। এখানে আমরা এমন কিছু উদ্ভাবন তুলে ধরব যা সত্যিই আশ্চর্যজনক এবং উদ্ভাবকদের প্রতি আপনি সম্মান জানাতে এতটুকুও দ্বিধাবোধ করবেননা (অবশ্য, দুয়েকটি আপনার কাছে কিছুটা হাস্যকরও লাগতে পারে)। প্রথম ছবিতে সৌরশক্তি চালিত চেজ লাউঞ্জ দেখানো হয়েছে। চলুন দেখে নেই বাকিগুলো।
পাপোশের মধ্যে অ্যালার্মঘড়ি! আপনাকে জেগে উঠতেই হবে এটা বন্ধ করতে!
ফলের জন্য একটি স্প্রে ক্লিনার।
একটি ভিডিও রেকর্ডিং কন্টাক্ট লেন্স। এটি পরে আপনি যেদিক তাকাবেন, তার ভিডিও রেকর্ড হবে।
আয়রনিং বোর্ড, যার মধ্যে আয়নাও দেয়া আছে।
নেইল পলিশ হোল্ডার, রূপচর্চায় এক বিপ্লবের নাম (!?!)
শশা স্লাইস করার মেশিন, যা স্প্রিং এর মত শশা কাটবে।
আপনার জুতা শুকানোর জন্য এখন আর রৌদ্রের জন্য অপেক্ষা করতে হবেনা! এই জালের মধ্যে রেখে দিন!
একটি ‘জেলি কাপড়’ যা এমন সব স্থান পরিষ্কার করবে যেখানে পৌঁছানো আপনার জন্য কঠিন।
ইউএসবি পোর্ট যুক্ত রিচার্জেবল পেন্সিল ব্যাটারি যা যেকোনো ইউএসবি মেশিন থেকে চার্জ দেয়া যায়।
একটি স্কুটার, যাকে চাইলেই সুটকেসের মত আকৃতি দিতে পারেন।
সাইক্লিস্ট ব্যাকপ্যাক, যাতে একটি বিল্ট-ইন নিরাপত্তা ডিসপ্লে আছে!
সহজে বহনযোগ্য একটি সৌরশক্তি চালিত প্লাগ সকেট।
ব্যায়াম সাইকেল, এরপরও কি আপনি ব্যায়াম করবেন না?
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।