আইফোন ৭ ঘোষণা করল অ্যাপল

iphone-7

অবশেষে আইফোন ৭ প্রকাশ করল অ্যাপল। আইফোন ৭ এবং আইফোন ৭ প্লাস, এই দুই মডেল নিয়ে সেপ্টেম্বরের ১৬ তারিখ থেকে বাজারে যাত্রা শুরু করবে আইফোন সেভেন। অ্যাপলের নতুন এই স্মার্টফোন সিরিজে বেশ কিছু পরিবর্তন আসছে। এদের মধ্যে অন্যতম পরিবর্তন হচ্ছে এর ওয়াটার রেসিস্ট্যান্স, ব্লুটুথ হেডফোন ও হোম বাটন। নতুন আইফোন সেভেনে হেডফোনের জন্য আলাদা কোনো জ্যাক বা পোর্ট থাকবেনা। বরং এর সাথে ব্লুটুথ ইয়ারফোন সরবরাহ করা হবে। তবে আপনি চাইলে আইফোন সেভেনের চার্জিং পোর্টে আলাদা অ্যাডাপটার লাগিয়ে পুরাতন (তারযুক্ত ৩.৫এমএম) ইয়ারফোন ব্যবহার করতে পারবেন।

apple-bluetooth-earphones

আইফোন ৭ এর হোম বাটন মূলত একটি থ্রিডি টাচ সেনসিটিভ বাটন। এটি আসলে কোনো বাটনই না, বরং অনেকটা এন্ড্রয়েডের টাচ বাটনের মত, তবে পার্থক্য হচ্ছে আইফোনের হোম বাটন ফোর্চ টাচ (চাপের মাত্রা) বুঝতে পারবে, যে ফিচারটি আইফোনের স্ক্রিনে এর আগেই চলে এসেছে, আর ফিঙ্গারপ্রিন্ট তো থাকছেই। আইফোন ৭ ও ৭ প্লাস চলবে আইওএস ১০ এ।

চলুন দেখি আইফোন ৭ ও আইফোন ৭ প্লাস এর স্পেসিফিকেশন।

 

আইফোন ৭

  • ৪.৭ ইঞ্চি (৩২৬ পিপিআই, ৭৫০x১৩৩৪ পিক্সেল) আইপিএস এলসিডি স্ক্রিন, থ্রিডি টাচ (বিভিন্ন মাত্রায় চাপ দিলে স্ক্রিন ও হোম বাটন আলাদা আলাদা প্রকার কাজ করতে পারবে)
  • কোয়াড কোর সিপিইউ, অ্যাপল এ১০ ফিউশন চিপসেট
  • ২জিবি র‍্যাম, ৩২/১২৮/২৫৬ জিবি স্টোরেজ
  • মূল ক্যামেরা ১২ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ৭ মেগাপিক্সেল
  • ডুয়াল স্পিকার, ন্যানো সিম
  • ব্যাটারি ব্যাকআপঃ ১৪ ঘণ্টা পর্যন্ত টকটাইম, মিউজিক প্লেব্যাক টাইম ৪০ ঘণ্টা পর্যন্ত
  • দামঃ ৩২জিবি ৬৪৯ ডলার, ১২৮জিবি ৭৪৯ ডলার এবং ২৫৬জিবি ৮৪৯ ডলার

 

আইফোন ৭ প্লাস

  • ৫.৫ ইঞ্চি (৪০১ পিপিআই, ১০৮০x১৯২০ পিক্সেল) আইপিএস এলসিডি স্ক্রিন, থ্রিডি টাচ (বিভিন্ন মাত্রায় চাপ দিলে স্ক্রিন ও হোম বাটন আলাদা আলাদা প্রকার কাজ করতে পারবে)
  • কোয়াড কোর সিপিইউ, অ্যাপল এ১০ ফিউশন চিপসেট
  • ২জিবি র‍্যাম, ৩২/১২৮/২৫৬ জিবি স্টোরেজ
  • পেছনের দিকে দুটি ১২ মেগাপিক্সেল ক্যামেরা সেইসাথে দ্বিগুণ অপটিক্যাল জুম
  • ৭ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • ডুয়াল স্পিকার, ন্যানো সিম
  • ব্যাটারি ব্যাকআপঃ ২১ ঘণ্টা পর্যন্ত টকটাইম, মিউজিক প্লেব্যাক টাইম ৬০ ঘণ্টা পর্যন্ত
  • দামঃ ৩২জিবি ৭৬৯ ডলার, ১২৮জিবি ৮৬৯ ডলার এবং ২৫৬জিবি ৯৬৯ ডলার

apple-iphone-7-iphone-7-plus

৯ সেপ্টেম্বর থেকে প্রিঅর্ডার শুরু হবে আইফোন ৭ ও আইফোন ৭ প্লাস এর। আর দোকানে আসবে ১৬ সেপ্টেম্বর থেকে। ৫টি রঙে আসবে আইফোন ৭ এবং আইফোন ৭+, এগুলো হচ্ছে জেট ব্ল্যাক, ব্ল্যাক, সিলভার, গোল্ড এবং রোজ গোল্ড।

iphone-7-iphone-7-plus

আপনি কোনটি কিনবেন?

 

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,549 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *