ফেসবুকে এলো ভিডিও কমেন্ট ফিচার!

facebook video comment

ফেসবুকে আজকাল ফটো কমেন্ট এর জয়জয়কার। সাইটটিতে প্রথম ফটো কমেন্ট চালু হয়েছিল ২০১৩ সালে। আর আজ থেকে ফেসবুক ভিডিও কমেন্ট ফিচার চালু করল।

এখন থেকে আপনি কোনো ফেসবুক পোস্টে কমেন্ট হিসেবে ভিডিও আপলোড করতে পারবেন। ঠিক যেভাবে ফেসবুকে মন্তব্য করার সময় কমেন্টে ফটো আপলোড করেন, সেভাবেই এখন থেকে ভিডিও আপলোড করতে পারবেন।

ফেসবুকে কারও পোস্টে ভিডিও কমেন্ট করতে চাইলে পোস্টের কমেন্ট বক্সের নিচের দিকে থাকা ক্যামেরা আইকনে ক্লিক করে আপনি ভিডিও অথবা ইমেজ (পিকচার/ছবি) আপলোড করতে পারবেন।

ভিডিও কমেন্ট সুবিধা আপাতত ফেসবুকের এন্ড্রয়েড, আইওএস এবং ডেস্কটপ ওয়েব ভার্সনে উপভোগ করা যাচ্ছে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *