গ্রামীণফোনে পাচ্ছেন ৩৫৯০ টাকায় এন্ড্রয়েড স্মার্টফোন ও ফ্রি ইন্টারনেট!

Smart_offer_With_Smartphone_Inner_optimized

গ্রামীণফোন দিচ্ছে সিম্ফনি ই৭৮ (Symphony E78) স্মার্টফোন মাত্র ৩৫৯০ টাকায়। সাথে পাবেন ৫০০ মেগাবাইট ফ্রি ডেটা। এরপর গ্রাহকগণ ১০০ টাকায় ২০০ মিনিট (জিপি-জিপি) কিনলে সাথে পাবেন আরও ৫০০এমবি ফ্রি ইন্টারনেট, যার মেয়াদ ১৫ দিন। সিম্ফনি ই৭৮ ফোনে থাকছে এন্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট ওএস, ৪ ইঞ্চি ডাব্লিউভিজিএ স্ক্রিন, ২ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ০.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ১.৩ গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসর, ৫১২ মেগাবাইট র‍্যাম, ইন্টারনাল স্টোরেজ ৪জিবি, মেমোরি কার্ড সাপোর্ট, থ্রিজি, ওয়াইফাই, ১৪০০ এমএএইচ ব্যাটারি প্রভৃতি।

শর্তাবলি

  • গ্রাহকগণ এই অফারে জিপি সিম ট্যাগ করলে পাবেন ৫০০ এমবি ডাটা ফ্রি, যার মেয়াদ ৭ দিন।
  • অফারটি শুধুমাত্র প্রিপেইড গ্রাহকগণের জন্য প্রযোজ্য
  • Symphony E78 স্মার্টফোন ক্রয় করে ফ্রি ডাটা উপভোগ করতে ট্যাগ করতে হবে। ট্যাগ করতে “SM” লিখে ৫০৫০ নম্বরে পাঠাতে হবে
  • ২০০ জিপি-জিপি মিনিট ক্রয় করতে গ্রাহককে “Smart” লিখে ৫০৫০ নম্বরে পাঠাতে হবে। ১০০ টাকা+ভ্যাট+সম্পূরক শুল্ক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে চার্জ করা হবে এবং ২০০ মিনিটের সাথে পাবেন ৫০০এমবি ফ্রি ইন্টারনেট
  •  গ্রাহকগণ দুই মাসে সর্বোচ্চ ছয়বার ২০০ মিনিট-এর অফারটি কিনতে পারবেন। অফারটি পেতে গ্রাহককে প্রতিবার SMS পাঠাতে হবে এবং প্রতিবার একই পরিমাণ টাকা চার্জ করা হবে। ফ্রি ডাটার মেয়াদ ৭ দিন
  • ২০০ জিপি-জিপি মিনিট এবং ৫০০এমবি ফ্রি ডাটার মেয়াদ ১৫ দিন। বোনাস ৫০০এমবি ডাটা শুধুমাত্র রাত ২টা থেকে দুপুর ১২টার মধ্যে ব্যবহার করা যাবে
  • ক্যাম্পেইন ট্যাগিং ২ মাস পর্যন্ত চালু থাকবে এবং SMS-এর মাধ্যমে রেজিস্ট্রেশন করার পর গ্রাহক ২ মাসে সর্বোচ্চ ৬ বার অফারটি ক্রয় করতে পারবেন
  •  *৫৬৭# ডায়াল করে বোনাস ডাটা চেক করা যাবে
  • “Check SMART”  লিখে ৫০৫০ নম্বরে পাঠিয়ে গ্রাহক কতবার অফারটি গ্রহণ করেছেন তা জানতে পারবেন। *৫৬৬*৩৩# ডায়াল করে গ্রাহক ডাটা ব্যালেন্স চেক করতে পারবেন
  • একটি IMEI নম্বরে একটি MSISDN-ই ট্যাগ করা যাবে। তাই অফারটি পেতে একটি IMEI-এর বিপরীতে একাধিক MSISDN ব্যবহার করা যাবে না
  • প্রযোজ্য গ্রাহকগণকে SMS-এর মাধ্যমে ফ্রি ডাটা সম্পর্কে জানানো হবে
  • ২ ফেব্রুয়ারি ২০১৬ পর্যন্ত অফারটি চলবে
  • ফোনটি কিনতে গ্রামীণফোন সেন্টারে যোগাযোগ করুন
  • ৩% সম্পূরক শুল্ক এবং সম্পূরক শুল্কসহ সকল চার্জের উপর ১৫% ভ্যাট প্রযোজ্য
  • ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট www.grameenphone.com অথবা কল করুন ১২১-এ
  • হ্যান্ডসেট-টির বিক্রয়োত্তর সেবার জন্য Symphony কাস্টমার কেয়ার-এ যোগাযোগ করতে হবে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *