গ্যালাক্সি এ সিরিজের তিনটি মডেলের নতুন আপগ্রেড প্রকাশ করেছে স্যামসাং। এগুলো হচ্ছে গ্যালাক্সি এ৩ (২০১৬), গ্যালাক্সি এ৫ (২০১৬) ও গ্যালাক্সি এ৭ (২০১৬)। তিনটি মডেলই মূলত বাজারে বিদ্যমান স্যামসাং স্মার্টফোন মডেলের নতুন আপগ্রেড। তবে এগুলোর স্পেসিফিকেশন ও স্ক্রিন সাইজে পরিবর্তন আসছে। মেটাল ও গ্লাস ম্যাটেরিয়াল ব্যবহার করে ফোনগুলোর কেসিং তৈরি হয়েছে।
গ্যালাক্সি এ৩ (২০১৬) মডেলে থাকছে ৪.৭ ইঞ্চি (১২৮০ x ৭২০পি) সুপার অ্যামোলেড স্ক্রিন, এন্ড্রয়েড ৫.১ ললিপপ ওএস, ১.৫ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর, ১.৫জিবি র্যাম, ১৬জিবি স্টোরেজ, মাইক্রোএসডি কার্ড স্লট, ২৩০০ এমএএইচ ব্যাটারি, ফোরজি, ডুয়াল সিম সাপোর্ট প্রভৃতি। এতে আরও পাবেন ১৩ মেগাপিক্সেল মূল ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। সম্ভাব্য দামঃ ৩৪৭ ডলার।
গ্যালাক্সি এ৫ (২০১৬) মডেলে থাকছে ৫.২ ইঞ্চি (১৯২০ x ১০৮০পি) সুপার অ্যামোলেড স্ক্রিন, এন্ড্রয়েড ৫.১ ললিপপ ওএস, ১.৬ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসর, ২জিবি র্যাম, ১৬জিবি স্টোরেজ, মাইক্রোএসডি কার্ড স্লট, ২৯০০ এমএএইচ ব্যাটারি, ফোরজি, ডুয়াল সিম সাপোর্ট প্রভৃতি। এতে আরও পাবেন ১৩ মেগাপিক্সেল মূল ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। সম্ভাব্য দামঃ ৪২১ ডলার।
গ্যালাক্সি এ৭ (২০১৬) মডেলে থাকছে ৫.৫ ইঞ্চি (১৯২০ x ১০৮০পি) সুপার অ্যামোলেড স্ক্রিন, এন্ড্রয়েড ৫.১ ললিপপ ওএস, ১.৬ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসর, ৩জিবি র্যাম, ১৬জিবি স্টোরেজ, মাইক্রোএসডি কার্ড স্লট, ৩৩০০ এমএএইচ ব্যাটারি, ফোরজি, ডুয়াল সিম সাপোর্ট প্রভৃতি। এতে আরও পাবেন ১৩ মেগাপিক্সেল মূল ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। সম্ভাব্য দামঃ ৪৯৫ ডলার।
ডিসেম্বরের মাঝামাঝি সময়ে চীন থেকে তিনটি ডিভাইসেরই বিক্রি শুরু হবে। এরপর অন্যান্য দেশে পাওয়া যাবে ফোনগুলো।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।