বিক্রি হতে পারে ইয়াহু

আপনি যদি বাংলাদেশে ২০০৪-২০০৫ সালে নবম-দশম শ্রেণিতে পড়ে থাকেন, তাহলে ইংরেজি প্রথম পত্রে নিশ্চয়ই ইয়াহুর স্ক্রিনশট দেখেছেন। এখন মনে করতে পারেন বা না পারেন, ইংলিশ ফর টুডে (ক্লাস নাইন-টেন) বইতে ঐ সময় ইন্টারনেট বিষয়ক এক প্রবন্ধে ইয়াহু হোমপেজের ছবি ছিল। এটা উল্লেখ করা উদ্দেশ্য হচ্ছে, এক সময় ইয়াহু ছিল ইন্টারনেট জায়ান্ট। কিন্তু বর্তমানে ইয়াহুর সেই সুদিন আর নেই।

ইয়াহু বেশ কয়েক বছর ধরেই ধুঁকে ধুঁকে চলছে। আর এখন ওয়াল স্ট্রিট জার্নাল লিখছে, সংবাদমাধ্যমটি জানতে পেরেছে যে ইয়াহুর বোর্ড মিটিংয়ে সাম্প্রতিক কালে কোম্পানিটির মূল ব্যবসা বিক্রি করে দেয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। চীনা ই-কমার্স কোম্পানি আলিবাবা’য় ইয়াহুর যে শেয়ার রয়েছে তা কীভাবে আরও লাভজনক উপায়ে ব্যবহার করা যায় সেটা নিয়েও চুলচেরা বিশ্লেষণ করছে মারিসা মেয়ারের নেতৃত্বাধীন এই প্রতিষ্ঠান।

ইন্টারনেট ভিত্তিক সেবা থেকে প্রত্যাশানুযায়ী মুনাফা আয় করতে পারছেনা ইয়াহু।

এর আগে ২০০৮ সালে ইয়াহু’কে কিনে নেয়ার চেষ্টা করেছিল মাইক্রোসফট। তবে শেষ পর্যন্ত ডিলটি আর সম্পন্ন হয়নি।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,569 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *