ফেসবুকে দেখুন আপনার ‘ইয়ার ইন রিভিউ’

facebook-img lgo

গত বছর ফেসবুক তাদের ব্যাবহারকারীদের জন্য সারা বছরের ফটো দিয়ে একটি পরিদর্শনমূলক ভিডিও (year in review) তৈরি করেছিলো যার মাধ্যমে ব্যাবহারকারিরা সহজেই সারা বছরের সোশ্যাল মিডিয়া ব্যাবহারের একটি সার সংক্ষেপ অবলোকন করতে পারতেন।

এ বছরও এর ব্যাতিক্রম হবে না, তবে এ বছর রিভিউটি আসবে নতুন আঙ্গিকে। ২০১৪ জুড়ে ফেসবুক ব্যাবহারকারীদের প্রত্যেক মাসের পোস্ট থেকে সবচেয়ে ভাল মুহূর্তগুলো নিয়ে তৈরি হবে এবারের রিভিউ। আপনি চাইলে এই রিভিউকে পছন্দমত সাজাতে পারবেন।

ছবি সাজানো বা পছন্দের পর আপনি চাইলে তা আপনার ওয়ালে পোস্ট করে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারবেন। আপনি এই রিভিউ মোবাইল এবং ওয়েব উভয় প্ল্যাটফর্ম থেকেই দেখতে পারবেন।

ওয়েব ব্যাবহারকারীরা হাইলাইট রিল কাস্টমাইজ করতে পারবেন না তবে মোবাইলে যে গুলো দেখা যাবে সেগুলোতে কাস্টমাইজ অপশন আসবে। কাস্টমাইজেশন শেষে নিজের সেলফি দিয়ে সাইনও করে দেয়া যাবে।

আপনার ইয়ার ইন রিভিউ দেখতে চাইলে এই http://facebook.com/yearinreview লিংকে ভিজিট করুন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *