এন্ড্রয়েড স্মার্টফোনের দাম ৫ হাজার ডলার (প্রায় ৪ লাখ টাকা)!

gresso regal black r

মোবাইল অ্যাক্সেসরিস নির্মাতা কোম্পানি গ্রেসো এবার নিয়ে এলো বিলাসবহুল এন্ড্রয়েড স্মার্টফোন। সীমিত স্টকের এই ডিভাইসের ব্র্যান্ডনেম হচ্ছে ‘রিগ্যাল ব্ল্যাক এডিশন’ যাতে থাকছে পিভিডি কোটিং দেয়া টাইটানিয়াম বডি যার সাথে রয়েছে ১৮ ক্যারেট স্বর্ণের ছোঁয়া, ৫ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, ১.৫ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর, ২জিবি র‍্যাম, ৩২জিবি স্টোরেজ, ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা প্রভৃতি।

gresso regal black 2

রিগ্যাল ব্ল্যাক এডিশন ফোনটি চলবে এন্ড্রয়েড কিটক্যাট অপারেটিং সিস্টেমে। এর দাম ধরা হয়েছে ৫ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩ লাখ ৮৭ হাজার টাকা।

gresso regal black 3

হাতে অ্যাসেম্বলকৃত এই সেটটির মাত্র ৯৯৯টি ইউনিট বিক্রি করবে এর নির্মাতা। তাই ফোনটি কিনতে হলে আগেভাগেই অর্ডার করতে হবে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,546 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *