সূর্যের যে রূপ আমাদের চোখে ধরা দেয়না…

sunnnআমাদের পৃথিবীর আলোকবর্তিকা সূর্যের দিকে খালি চোখে তাকালে বিভিন্ন সময়ে আমরা এর যে রূপ দেখতে পাই, তা ছাড়াও এর আরও অনেকগুলো চেহারা আছে। আলোর বিভিন্ন মাপের তরঙ্গদৈর্ঘ্য মানবচক্ষুর দৃষ্টিসীমার বাইরে থাকার কারণে সূর্যকে আমাদের নিকট কেবলমাত্র হলুদাভ অথবা আগুনের থালার ন্যায় মনে হয়।

কিন্তু নাসা এবার তাদের ‘সোলার ডাইন্যামিকস অবসারভেটরি (এসডিও)’ দূরবীক্ষণের সাহায্যে নক্ষত্রটি থেকে আগত বেশ কিছু অদেখা আলোকতরঙ্গ চিহ্নিত ও চিত্রিত করেছে। নতুন আবিষ্কৃত/সন্ধান প্রাপ্ত এসব আলোকরশ্মিকে মানুষের দেখার উপযোগী করে প্রকাশ করেছে এসডিও।

NASA Jewel Box Sun

সূর্য থেকে সকল রঙের আলোক বিচ্ছুরিত হয়। কিন্তু এদের মধ্যে হলুদ আলোর তরঙ্গদৈর্ঘ্য ও সূর্যের তাপমাত্রা সহ আরও কিছু কারণে খালি চোখে আমরা একে হলুদাভ দেখি। আর সকল রঙের সম্মিলনের ফলে সূর্যের আলো ‘সাদা’ হয়ে থাকে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,546 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *