দুর্ঘটনায় বিচ্ছিন্ন হওয়া হাত ১ মাস পরে আবার জোড়া দিলেন চীনা ডাক্তাররা!

hand on leg  ....চীনা ডাক্তাররা এক ব্যক্তির দুর্ঘটনায় কেটে বিচ্ছিন্ন হওয়া হাতের কব্জি মাসখানেক পরে আবারও জোড়া লাগাতে সমর্থ হয়েছেন। জিয়াও ওয়েই নামক ঐ তরুণ একটি একটি কারখানায় কাজ করেন এবং দুর্ভাগ্যক্রমে মেশিনে তার ডান কব্জি কাটা পড়ে। হাতের বাকি অংশও একই সাথে মারাত্নকভাবে আহত হওয়ায় ঐ সময় চিকিৎসকরা বিচ্ছিন কব্জিটি সংযুক্ত করতে পারছিলেন না।

কিন্তু তাই বলে চোখের সামনে রোগীকে পঙ্গু হতে দিতে রাজী ছিল না ঐ মেডিক্যাল টিম। তারা তৎক্ষণাৎ হাতের গুরুত্বপূর্ণ এই অংশটি জিয়াও’র পায়ের সাথে সেলাই করে লাগিয়ে দেন। কেননা, রক্ত সরবরাহ না থাকলে প্রাণীর অঙ্গপ্রত্যঙ্গ নির্জীব ও অকেজো হয়ে পড়ে।

আর তাই দুর্ঘটনা কবলিত জিয়াও’র পায়ের সাথে সাময়িকভাবে অ্যাটাচ করে দেয়া কব্জিটি সেখান থেকে পুষ্টি নিয়ে প্রায় এক মাস সজীব ছিল। ইতোমধ্যে তার হাতের বাকী অংশের ক্ষত সেড়ে ওঠায় পা থেকে কব্জিটি ‘খুলে’ নিয়ে আবার বাহুর সাথে সংযুক্ত করে দেয়া হয়

দুর্ঘটনার শিকার হয়ে অঙ্গহানির খবর নতুন নয়। তবে উপরোক্ত চিকিৎসা পদ্ধতির উন্নয়ন হলে অনেকেই নতুন জীবন ফিরে পেতে পারেন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *