চ্যারিটিতে ৯৯০ মিলিয়ন ডলার দান করলেন মার্ক জুকারবার্গ

ডিসেম্বরের শেষ নাগাদ দাতব্য খাতে ১৮ মিলিয়ন ফেসবুক শেয়ার দান করার ঘোষণা দিয়েছেন কোম্পানিটির সিইও মার্ক জুকারবার্গ। বর্তমানে প্রতিটি ফেসবুক শেয়ার লেনদেন হচ্ছে ৫৫ ডলারে। সুতরাং জুকারবার্গের এই উপহারের চূড়ান্ত মূল্য দাঁড়ায় প্রায় ১ বিলিয়ন (প্রকৃত হিসেবে ৯৯০ মিলিয়ন) মার্কিন ডলার। উল্লিখিত স্টকগুলো জুকারবার্গের ব্যক্তিগত মালিকানা থেকেই বিয়োগ করা হবে।

এই মোটা অংকের অর্থ ভাগাভাগি করে পাবে মার্ক জুকারবার্গ’স ফাউন্ডেশন, দ্যা সিলিকন ভ্যালি কমিউনিটি ফাউন্ডেশন এবং দ্যা ব্রেকথ্রো প্রাইজ ইন লাইফ সাইন্স (অনেকটা নোবেল প্রাইজের মতই একটি অ্যাওয়ার্ড);

চলতি মৌসুমে মার্ক জুকারবার্গ তার নিজ পোর্টফোলিও থেকে মোট ৪১.৪ মিলিয়ন শেয়ার বিক্রি করবেন, যার ফলে কোম্পানিটিতে তার ভোট দেয়ার ক্ষমতা ৫৮.৮% থেকে হ্রাস পেয়ে ৫৬.১% এ নেমে আসবে। আর ফেসবুকের নিজ একাউন্ট থেকে বিক্রি হবে ২৭ মিলিয়ন শেয়ার, যার অর্থমূল্য প্রায় ১.৫ বিলিয়ন ডলার। এই অর্থ নতুন কোম্পানি অধিগ্রহণ, ডেটা সেন্টার তৈরি প্রভৃতি কাজে লাগাতে পারে ফেসবুক।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,349 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *