ভিভো s16 সিরিজ এলো 12GB র‍্যাম, 66w চার্জিং সুবিধা নিয়ে

ভিভো এস১৬ সিরিজ

ভিভো এস১৬ লাইনআপ এর তিনটি ফোন চলে এলো। ভিভো এস১৬, ভিভো এস১৬ই, এবং ভিভো এস১৬ প্রো – এই তিনটি ফোন রয়েছে এই সিরিজে। এই পোস্টে ভিভো এস১৬ লাইনআপ সম্পর্কে বিস্তারিত জানবেন।

ভিভো এস১৬ প্রো ফোনটি হলো এই লাইনআপ এর সেরা ফোন, যেখানে কার্ভড এমোলেড ডিসপ্লে, ডাইমেনসিটি ৮২০০ চিপসেট ও ফ্রন্ট ও ব্যাকে ৫০মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এস১৬ ফোনটিতে একই ডিসপ্লে ও ডিজাইন থাকলেও ক্যামেরাতে কমতি রয়েছে ও চিপসেট থাকছে স্ন্যাপড্রাগন ৮৭০। অন্যদিকে বাজেট এস১৬ই তে রয়েছে এক্সিনোস ১০৮০চিপসেট ও ১২০হার্জ এমোলেড ডিসপ্লে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। স্যামসাং এর এক্সিনোস ১০৮০ চিপসেট ব্যবহার করা হয়েছে এস১৬ই ফোনটিতে।

ভিভো এস১৬ প্রো ও এস১৬ দুইটি ফোনেই ১২০হার্জ রিফ্রেশ রেটের কার্ভড ৬.৭৮ইঞ্চি এমোলেড ডিসপ্লে রয়েছে। এছাড়া দুই ফোনেই অটোফোকাস ও ডুয়াল ফ্ল্যাশসহ ৫০মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা রয়েছে। ভিভো এস১৬ই ফোনে ৬.৬২ইঞ্চি ফ্ল্যাট এমোলেড ডিসপ্লে ও ১২০হার্জ রিফ্রেশ রেট রয়েছে। ১৬মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে ফোনের ফ্রন্টে।

এস১৬ প্রো ফোনটিতে ৫০মেগাপিক্সেল সনি আইএমএক্স৭৬৬ভি সেন্সর ও আইওএস রয়েছে। ৮মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরার পাশাপাশি ২মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরাও রয়েছে এখানে। ভিভো এস১৬ ফোনটিতে ভিভো এস১৫ এর মত একই ধরনের ক্যামেরা সেটাপ রয়েছে। ৬৪মেগাপিক্সেল মেইন ক্যামেরার পাশাপাশি এখানে ২মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা থাকছে। এস১৬ তে ৫০মেগাপিক্সেল মেইন ক্যামেরার সাথে ২মেগাপিক্সেল ডেপথ ম্যাক্রো ও ২মেগাপিক্সেল ডেপথ ক্যাম রয়েছে।

ভিভো ১৬ প্রো তে প্রসেসর ব্যবহৃত হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০, অন্যদিকে ভ্যানিলা এস১৬ এ রয়েছে স্ন্যাপড্রাগন ৮৭০ চিপসেট যা গতবছরের ভিভো এস১৫ ফোনটিতেও ছিলো। অন্যদিকে ভিভো এস১৬ এ স্যামসাং এর এক্সিনোস ১০৮০ প্রসেসর ব্যবহৃত হয়েছে।

ভিভো এস১৬, ভিভো এস১৬ই, এবং ভিভো এস১৬ প্রো - ভিভো এস১৬ সিরিজ

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

তিনটি ফোনেই ৪৬০০মিলিএম্প এর ব্যাটারির পাশাপাশি ৬৬ওয়াট ওয়্যারড চার্জিং সাপোর্ট রয়েছে। ভিভো এস১৬ ও এস১৬ প্রো চলবে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অরিজিনওএস ৩ দ্বারা। অন্যদিকে ভিভো এস১৬ই চলবে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক অরিজিন ওএস ওশান দ্বারা।

ভিভো এস১৬ প্রো এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৭৮ইঞ্চি
  • প্রসেসরঃ ডাইমেনসিটি ৮২০০
  • র‍্যামঃ ৮/১২জিবি
  • স্টোরেজঃ ২৫৬/৫১২জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৫০মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫০মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৪৬০০মিলিএম্প
  • চার্জিংঃ ৬৬ওয়াট

ভিভো এস১৬ প্রো ফোনটি ব্ল্যাক ও গ্রিন কালারে পাওয়া যাবে। ৩,২৯৯ইউয়ান বা ৪৭২ডলারে পাওয়া যাবে ১২/২৫৬জিবি ভিভো এস১৬ প্রো। ১২/৫১২জিবি মডেলটি পাওয়া যাবে ৩,৫৯৯ইউয়ান ও ৫১৫ডলার।

ভিভো এস১৬ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৭৮ইঞ্চি
  • প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৮৭০
  • র‍্যামঃ ৮/১২জিবি
  • স্টোরেজঃ ১২৮/২৫৬/৫১২জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫০মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৪৬০০মিলিএম্প
  • চার্জিংঃ ৬৬ওয়াট

ভিভো এস১৬ ফোনটি ব্ল্যাক, গ্রিন ও গ্র‍্যাডিয়েন্ট কালারে পাওয়া যাবে। ৮/১২৮জিবি ভিভো এস১৬ বেস মডেল পাওয়া যাবে ২৪৯৯ইউয়ান বা ৩৫৭ডলারে। অন্যদিকে ১২/৫১২জিবি ভ্যারিয়েন্ট পাওয়া যাবে ৩২৯৯ইউয়ান বা ৪৭২ডলারে।

ভিভো এস১৬ই এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৬২ইঞ্চি
  • প্রসেসরঃ এক্সিনোস ১০৮০
  • র‍্যামঃ ৮/১২জিবি
  • স্টোরেজঃ ১২৮/২৫৬জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৫০মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৪৬০০মিলিএম্প
  • চার্জিংঃ ৬৬ওয়াট

ভিভো এস১৬ই পাওয়া যাবে ব্ল্যাক, গ্রিন ও পার্পল কালারে। ২,০৯৯ইউয়ান বা ৩০০ডলারে পাওয়া যাবে ৮/১২৮জিবি ভিভো এস১৬। ১২/২৫৬জিবি ভ্যারিয়েন্ট এর ভিভো এস১৬ই এর দাম ২৪৯৯ইউয়ান বা ৩৫৭ডলার। চীনের বাজারে ফোনগুলো ডিসেম্বরের ৩০তারিখ থেকে পাওয়া যাবে।

👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *