মহাশূন্যে দ্বিতীয়বারের মত সফলভাবে বানর পাঠালো ইরান

মহাশূন্যে আবারও সফলভাবে বানর পাঠিয়ে সেটি সুস্থভাবে পৃথিবীর বুকে ফিরিয়ে আনতে সমর্থ হল ইরান। দেশটির প্রেসিডেন্ট হাসান রূহানী এক টুইটার বার্তায় বলেছেন, “সব মিলিয়ে এটি হচ্ছে ২য় বানর যা মহাশূন্যে পাঠানোর পর আবার সুস্থ শরীরে ইরানে ফিরে এসেছে”; তিনি ঐ মিশনের নেতৃত্বস্থানীয় কর্মকর্তা, বিজ্ঞানীবৃন্দ এবং ইরানী জাতিকেও অভিনন্দন জানান।

iran president tweet

দেশটির রাষ্ট্রায়ত্ব মিডিয়া আউটলেট ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (আইআরএনএ) জানাচ্ছে, মহাশূন্যে মানুষ পাঠানোর উদ্দেশ্যে এটি হচ্ছে তাদের সর্বশেষ মিশন।

‘ফারগাম’ নামের এই বানরটি  ইরানের তরল-জ্বালানী চালিত ‘পজোহেস’ রকেটে আরোহণ করে মহাশূন্যে প্রায় ৭২ মাইল ঘুরে এসেছে। মিশনটি ১৫ মিনিট স্থায়ী হয়।

চলতি বছর জানুয়ারি মাসে ইরান মহাশূন্যে তাদের প্রথম বানর পাঠিয়েছিল। এটির নাম ‘পিসগাম’; ইরানের অফিসিয়াল সূত্রমতে ১ম বানরটিও জীবিত অবস্থায়ই পৃথিবীতে ফিরে এসেছিল। তবে এর প্রকাশিত ছবি নিয়ে ঐ সময় কিছুটা তালগোল পাকিয়েছিল।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *