ফেসবুকে এলো নতুন পরিবর্তন ‘আনফলো অল’

আপনার ফেসবুক প্রোফাইলে ১০০০ ফ্রেন্ড আছে, কিন্তু আপনি তাদের মধ্যে অনেকের পোস্টগুলো দেখতে চান না? ফেসবুক তাদের আগের বাটন “হাইড অল” কে পরিবর্তন করে নতুন বাটন “আনফলো অল” এনেছে। ফেসবুক ইতোমধ্যেই অনেক ব্যবহারকারীদের প্রোফাইলে এই পরিবর্তন আনা শুরু করেছে।

ফেসবুকের একজন কর্মকর্তা বলেছেন, এই পরিবর্তনের মূল উদ্দেশ্য হলো তারা তাদের ব্যবহারকারীদের নিউজ ফিডে সেই পোস্ট গুলোই দেখাতে চায়,যা ব্যবহারকারীরা দেখতে চান!

তবে আপনি যদি অন্য কারো পোস্ট গুলো দেখতে চান না আর যদি তাদেরকে আনফলো করেন, তাহলে তারা নোটিফাইড হবে না! যা অনেক উপকারী বলে আমরা মনে করি।

এই সুবিধাটি আগামী ২-৩ সাপ্তাহের মধ্যে সকল ফেসবুক ব্যবহারকারীদের কাছে চলে যাবে।

সোর্সঃ TechCrunchTechieRevive

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *