বছরের শেষে এসে শাওমি ১২ সিরিজ ঘোষণা করলো চীনা ইলেকট্রনিক্স জায়ান্ট শাওমি। এই সিরিজে শাওমি ১২, শাওমি ১২এক্স ও শাওমি ১২ প্রো – এই ফোন তিনটি থাকছে। শাওমি ১২ লাইন-আপের প্রতিটি ফোনই অসাধারণ।
লেটেস্ট স্ন্যাপড্রাগন প্রসেসর এর পাশাপাশি চোখ ধাঁধানো ক্যামেরা আপগ্রেড থাকছে শাওমি ১২ সিরিজে। চলুন জেনে নেওয়া যাক চীনে মুক্তি পাওয়া শাওমি ১২, শাওমি ১২এক্স ও শাওমি ১২ প্রো ফোন তিনটি সম্পর্কে বিস্তারিত।
শাওমি ১২ – Xiaomi 12
শাওমি ১২ ফোনটির ডিসপ্লে হিসেবে রয়েছে ৬.২৮ইঞ্চির ওলেড ডিসপ্লে, যা ১২০হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। গরিলা গ্লাস ভিক্টাস ব্যবহার করা হয়েছে শাওমি ১২ এর ডিসপ্লের প্রটেকশনের জন্য।
কোয়ালকম এর নতুন স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর ব্যবহার করা হয়েছে শাওমি ১২ ফোনটিতে। শাওমির কাস্টম অ্যান্ড্রয়েড স্কিন, মিইউআই এর নতুন সংস্করণ মিইউআই ১৩ এর দেখা মিলবে শাওমি ১২ তে। একাধিক র্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ফোনটি।
আদর্শ ক্যামেরা সেটাপ থাকছে শাওমি ১২ তে। তবে নতুন স্ন্যাপড্রাগন এর কম্পিউটেশনাল ফটোগ্রাফির কারণে বেশ উন্নতি চোখে পড়বে শাওমি ১২ এর ক্যামেরা সেকশনে। ফোনটিতে ৫০মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটাপ রয়েছে ও ৩২মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা রয়েছে।
শাওমি ১২ ফোনটির ৮জিবি র্যাম ও ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে ৩৬৯৯ইয়েন। ৮জিবি র্যাম ও ২৫৬জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৯৯৯ইয়েন। আর ৪৩৯৯ইয়েন দাম পড়বে শাওমি ১২ এর ১২জিবি র্যাম ও ২৫৬জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের।
একনজরে শাওমি ১২ এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ
- ৬.২৮ইঞ্চি ওলেড ডিসপ্লে
- ১২০হার্জ রিফ্রেশ রেট
- গরিলা গ্লাস ভিক্টাস
- প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৮ জেন ১
- র্যামঃ ৮জিবি / ১২জিবি
- স্টোরেজঃ ১২৮জিবি / ২৫৬জিবি
- মেইন ক্যামেরাঃ
- ৫০মেগাপিক্সেল
- ৫মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর
- ১৩মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড
- ফ্রন্ট ক্যামেরাঃ ৩২মেগাপিক্সেল
- সফটওয়্যারঃ মিইউআই ১৩ (অ্যান্ড্রয়েড ১২)
- ব্যাটারিঃ ৪,৫০০মিলিএম্প
- চার্জিংঃ
- ৬৭ওয়াট ফাস্ট চার্জিং
- ৫০ওয়াট ওয়্যারলেস চার্জিং
- ১০ওয়াট রিভার্স চার্জিং
শাওমি ১২এক্স – Xiaomi 12X
স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর ব্যবহার করায় শাওমি ১২ এর চেয়ে অনেকটা কম দামে পাওয়া যাবে শাওমি ১২এক্স। মি ১১ এর সাথে শাওমি যেমন মি ১১ লাইট প্রকাশ করেছিলো শাওমি ১২এক্স ফোনটিকে অনেকটা শাওমি ১২ এর লাইট ভার্সন বলা চলে।
🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥
স্পেসিফিকেশনের দিকে শাওমি ১২ এর সাথে বেশ মিলে যায় শাওমি ১২এক্স এর স্পেসিফিকেশন। শাওমি ১২এক্স এর মিসিং ফিচার হলো অধিক শক্তিশালী স্ন্যাপড্রাগন প্রসেসর। শাওমি ১২এক্স এর প্রসেসর থেকে তাই আহামরি কম্পিউটেশনাল ফটোগ্রাফি পারফরম্যান্স পাওয়া যাবেনা। শাওমি ১২এক্স ও একাধিক র্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।
শাওমি ১২এক্স ফোনটির ৮জিবি র্যাম ও ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট পাওয়া যাবে ৩১৯৯ইয়েন দামে। ৩৭৯৯ইয়েন দামে পাওয়া যাবে ১২জিবি র্যাম ও ২৫৬জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট। এছাড়াও ৮জিবি র্যাম ও ২৫৬জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের শাওমি ১২এক্স পাওয়া যাবে ৩৪৯৯ইয়েন দামে।
একনজরে শাওমি ১২এক্স এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ
- ৬.২৮ইঞ্চি ওলেড ডিসপ্লে
- ১২০হার্জ রিফ্রেশ রেট
- গরিলা গ্লাস ভিক্টাস
- প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৮৭০
- র্যামঃ ৮জিবি / ১২জিবি
- স্টোরেজঃ ১২৮জিবি / ২৫৬জিবি
- মেইন ক্যামেরাঃ ৫০মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ৩২মেগাপিক্সেল
- সফটওয়্যারঃ মিইউআই ১৩ (অ্যান্ড্রয়েড ১২)
- ব্যাটারিঃ ৪,৫০০মিলিএম্প
- চার্জিংঃ ৬৭ওয়াট ফাস্ট চার্জিং
শাওমি ১২ প্রো – Xiaomi 12 Pro
লঞ্চ ইভেন্টে আইফোন ১৩ প্রো এর সাথে শাওমি ১২ প্রো এর তুলনা করেছে শাওমি। বলা যায় শাওমি ১২ প্রো এর ক্যামেরা নিয়ে বেশ আত্মবিশ্বাসী শাওমি। ট্রিপল ৫০মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে শাওমি ১২ প্রো ফোনটিতে।
মি ১১ আলট্রার প্রায় একই ক্যামেরা সেটাপ হলেও সনি আইএমএক্স ৭০৭ সেন্সরটি শাওমি ১২ প্রো এর নতুন সংযোজন। ফোনটির শক্তিশালী প্রসেসর ও ক্যামেরা সেটাপ নিয়ে লঞ্চ ইভেন্টে বেশ প্রশংসা করতে দেখা যায় শাওমিকে। ১২০ওয়াট ফাস্ট চার্জিং ও থাকছে শাওমি ১২ প্রো ফোনটিতে। শাওমি ১২ সিরিজের প্রতিটি ফোনের স্পিকার হারমান কার্ডন দ্বারা টিউন করা।
শাওমি ১২ প্রো এর ৮জিবি র্যাম ও ১২৮জিবি ভ্যারিয়েন্ট এর দাম ৪৬৯৯ইয়েন। সর্বোচ্চ ১২জিবি র্যাম ও ২৫৬জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট পাওয়া যাবে ৫৩৯৯ইয়েন দামে। এছাড়াও ৪৯৯৯ইয়েন দামে পাওয়া যাবে শাওমি ১২ প্রো এর ৮জিবি র্যাম ও ২৫৬জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট।
একনজরে শাওমি ১২ প্রো এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ
- ৬.৭৩ইঞ্চি ২কে অ্যামোলেড ডিসপ্লে
- ১২০হার্জ রিফ্রেশ রেট
- গরিলা গ্লাস ভিক্টাস
- প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৮ জেন ১
- র্যামঃ ৮জিবি / ১২জিবি
- স্টোরেজঃ ১২৮জিবি / ২৫৬জিবি
- মেইন ক্যামেরাঃ
- ৫০মেগাপিক্সেল
- ৫০মেগাপিক্সেল টেলিফটো
- ৫০মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড
- ফ্রন্ট ক্যামেরাঃ মেগাপিক্সেল
- সফটওয়্যারঃ মিইউআই ১৩ (অ্যান্ড্রয়েড ১২)
- ব্যাটারিঃ ৪,৬০০মিলিএম্প
- চার্জিংঃ
- ১২০ওয়াট ফাস্ট চার্জিং
- ৫০ওয়াট ওয়্যারলেস চার্জিং
- ১০ওয়াট রিভার্স চার্জিং
শাওমি ১২, শাওমি ১২এক্স ও শাওমি ১২ প্রো সম্পর্কে আপনার মতামত কি? আমাদের জানান কমেন্ট সেকশনে।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।