স্কিটো সিম কি? Skitto সিমের সুবিধা কি? (বিস্তারিত)

দারুণ সব ইন্টারনেট অফারের জন্য ইতোমধ্যে স্কিটো সিমের নাম শুনে থাকবেন। চলুন জেনে নেওয়া যাক স্কিটো সিম কি, স্কিটো সিমের অফার, স্কিটো সিম এর দাম, ইত্যাদি সম্পর্কে বিস্তারিত।

স্কিটো সিম কি?

স্কিটো হলো গ্রামীণফোনের একটি মোবাইল প্যাকেজ। স্কিটো সিমকে দেশের নতুন জেনারেশনের জন্য ডিজিটাল প্রোডাক্ট হিসেবে বিবেচনা করা যায়। আগে গ্রামীণফোনের ডিজুস সিম ছিল তরুণ প্রজন্মের জন্য সাজানো। ধীরে ধীরে ডিজুস বন্ধ হয়ে যায়। আর এখন স্কিটো হচ্ছে নতুন প্রজন্মের জন্য জিপির মোবাইল সাবস্ক্রিপশন প্যাকেজ। মূলত যাদের প্রচুর ডাটা প্রয়োজন, তাদের জন্য আদর্শ সমাধান হতে পারে স্কিটো সিম। 

স্কিটো সিমের সকল ফিচার বেশ সহজে স্কিটো অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে। নতুন অফার খুঁজতে হোক বা ডাটা, ব্যালেন্স ও এসএমএস চেক করা হোক, সবকিছু সম্ভব স্কিটো অ্যাপ ব্যবহার করে।

সুবিধা

স্কিটো বা Skitto সিম এর অসংখ্য সুবিধা রয়েছে। স্কিটো সিম এর কিছু উল্লেখযোগ্য সুবিধা হলোঃ

  • স্কিটো সিম এর ইন্টারনেট প্যাক, মিনিট প্যাক, ইত্যাদির দাম অন্যান্য সিম এর চেয়ে কম বলা চলে
  • গ্রামীণফোনের নেটওয়ার্কের অধিভুক্ত হওয়ায় ফাস্ট জিপি ইন্টারনেট সুবিধা ও দেশব্যাপী নেটওয়ার্ক রয়েছে
  • রেডি প্যাক ও প্রোমো ডিলস এর কারণে কম দামে বেশ ভালো অফার পাওয়া যায়
  • সিম এর সকল ফিচার স্কিটো অ্যাপ এর মাধ্যমে সহজে নিয়ন্ত্রণ করা যায়

অসুবিধা

স্কিটো সিম সম্পর্কিত সবচেয়ে বেশি অভিযোগের কারণ হলো সিম সহজলভ্য না হওয়া। একমাত্র গ্রামীণফোন স্কিটো সিম সরবরাহ করে। অনেক ক্ষেত্রে স্কিটো সিম কিনতে হলে নিকটস্থ গ্রামীণফোন কাস্টমার কেয়ার সেন্টার খুঁজতে হবে। তবে হ্যাঁ, কিছু কিছু সময় আপনি ভ্রাম্যমাণ স্কিটো সিম বিক্রেতাও দেখতে পাবেন।

স্কিটো সিমের রিচার্জ করা নিয়ে কিছু সমস্যা রয়েছে। অনেক মোবাইল লোড এর দোকানী এই সিম সম্পর্কে না জানায় দোকানে স্কিটো সিম রিচার্জ করা যায়না। সেক্ষেত্রে স্কিটো সিমে রিচার্জ করতে বিকাশ, নগদ, রকেট, ইত্যাদি মোবাইল ব্যাংকিং সার্ভিস ব্যবহার করা যাবে।

নতুন স্কিটো সিম এর অফার – New Skitto SIM Offer

নতুন স্কিটো সিমে রয়েছে অনেক অফার। নতুন সিম কিনে স্কিটো অ্যাপ ব্যবহার করে সাইন আপ করলে পাওয়া যাবে নতুন সিম অফার। নতুন স্কিটো সিম এর অফারসমূহ হলোঃ

  • অ্যাপে সাইন আপ ও প্রোফাইল আপডেট করার পর প্রথম তিন মাস ৩০দিন মেয়াদের ১.৫জিবি, তিন মাসে মোট ৪.৫জিবি
  • সিম একটিভ করার ১৫দিনের মধ্যে ফোরামে রেজিস্ট্রেশন করলে ৭দিন মেয়াদের ১জিবি
  • সিম একটিভ করার পর প্রতি মাসে একবার করে ১৯টাকায় ২জিবি, যা প্রতি মাসে একবার করে ৬মাস পর্যন্ত নেওয়া যাবে
  • যেকোনো নাম্বারে ৩০দিন মেয়াদের ফ্রি ১০০টি এসএমএস
  • ১০টাকা মোবাইল ব্যালেন্স
  • ৩০দিন মেয়াদের ৫১২এমবি ইন্টারনেট বোনাস

উল্লিখিত অফার ছাড়াও প্রোমো কোড ব্যবহার করে স্কিটো সিম ক্রয় করলে ৭দিন মেয়াদের এক্সট্রা ১জিবি ইন্টারনেট বোনাস পাওয়া যাবে। উল্লেখ্য যে, এই প্রোমো কোড শুধুমাত্র একবার ব্যবহার করা যায়। প্রোমো কোড নিতে এখানে ক্লিক করুন

স্কিটো সিম কিভাবে নিবেন

এখন মূল প্রশ্ন হলো স্কিটো সিম আসলে নিবেন কিভাবে। যেকোনো জিপি কাস্টমার কেয়ার অফিস থেকে নেওয়া যাবে স্কিটো সিম। এছাড়াও গ্রামীণফোন সিমের ডিলার এর কাছ থেকে স্কিটো সিম নেওয়া যাবে।

স্কিটো সিম কিনতে হলে অন্যসব সিম কেনার মত প্রয়োজন হবে অরিজিনাল ন্যাশনাল আইডি কার্ড (এনআইডি)। এনআইডি কার্ডের ফটোকপি থাকলেও ফিংগারপ্রিন্ট দ্বারা ভেরিফাই করে খুব সহজে স্কিটো সিম কেনা যাবে।

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

নিকটস্থ গ্রামীণফোন কাস্টমার কেয়ার সেন্টার থেকে স্কিটো সিম কালেক্ট করার পর ফোনে স্কিটো অ্যাপ ডাউনলোড করুন ও আপনার স্কিটো সিমের নাম্বার প্রদান করুন। নাম্বার এন্টার করার পর ফোনে একটি কোড পাবেন, সেটি অটোমেটিক ভেরিফাই হবে।

অ্যাপের এই ফোন নাম্বার ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর অ্যাপ সাইন-আপ করতে হবে। ফেসবুক বা গুগল একাউন্ট ব্যবহার করে একাউন্টে সাইন আপ করা যাবে। আবার সরাসরি পাসওয়ার্ড প্রদান করেও একাউন্ট খোলা যাবে।

এরপর স্কিটো প্রোফাইল সম্পূর্ণভাবে পূরণ করুন ও প্রদত্ত ইনফরমেশন সেভ করুন। স্কিটো অ্যাপে ব্যালেন্স থেকে শুরু করে ডাটা অফার, এমনকি রিচার্জের অপশন ও পেয়ে যাবেন। স্কিটো অ্যাপটি হলো অনেকটা স্কিটো সিমের প্রাণের মত।

স্কিটো সিম কি? Skitto সিমের সুবিধা কি?

স্কিটো সিমের দাম

স্কিটো সিম এর নির্দিষ্ট মূল্য ২০০টাকা। তবে অফার ও সময় ভেদে স্কিটো সিম এর মূল্য কম বা বেশি হতে পারে।

👉 ই-সিম কি? eSIM ব্যবহারের সুবিধা কি?

স্কিটো সিম অফার – Skitto SIM Offer

স্কিটো সিম এর কল রেট বুঝা বেশ সহজ। কলের ক্ষেত্রে ভ্যাট প্রযোজ্য স্কিটো সিমে, যা স্কিটো সরাসরি স্বীকার করে।

স্কিটো কল রেট

স্কিটো সিম এর কল রেটের একটি চার্ট (ভ্যাটসহ টাকায়) দেওয়া হলোঃ

কলখরচ/মিনিট
স্কিটো টু স্কিটো০.৮০
স্কিটো টু গ্রামীনফোন০.৮০
স্কিটো টু যেকোনো লোকাল নাম্বার০.৮০

স্কিটো এসএমএস রেট

এসএমএসের ক্ষেত্রে লোকাল নম্বরে ৩৩ পয়সা এবং আন্তর্জাতিক নাম্বারে ৩.৩৩ টাকা খরচ হবে (প্রতি এসএমএসে)। স্কিটো এসএমএস প্যাকসমূহ হলোঃ

  • ১.৫টাকায় ১০এসএমএস, মেয়াদ ১দিন
  • ১০টাকায় ১০০এসএমএস, মেয়াদ ৭দিন

👉 এসএসসি রেজাল্ট (SSC Result) জানার উপায়

স্কিটো ইন্টারনেট অফার

বেশিরভাগ স্কিটো ব্যবহারকারী স্কিটো সিমের ইন্টারনেট অফারসমূহ দেখে সিমটি ব্যবহার করে। স্কিটো এর ডাটা প্যাকগুলো দাম ও মেয়াদ বিবেচনায় বেশ অসাধারণ বলা চলে। বিশেষ করে মজার মজার নামের প্রোমো ডিলসমূহের কথা না বললেই নয়। যেমনঃ

  • লুডুর গুটিঃ ২টাকায় ৫০এমবি, ৩দিন মেয়াদ
  • কাটা কাটঃ ২৪টাকায় ১জিবি, ৩দিন মেয়াদ
  • লুকোচুরিঃ ৫০টাকায় ৩জিবি, ৩দিন মেয়াদ
  • বরফ পানিঃ ৩১টাকায় ১জিবি, ৭দিন মেয়াদ
  • বিস্কুট দৌড়ঃ ৩৭টাকায় ১.৫জিবি, মেয়াদ ৭দিন
  • সাইকেল রেইসঃ ৫০টাকায় ১জিবি, ৩০দিন মেয়াদ
  • গলির ক্রিকেটঃ ১৫০টাকায় ৫জিবি ৩০দিন মেয়াদ
  • আকাশে ঘুরিঃ ১৯৯টাকায় ৮জিবিক্স মেয়াদ ৩০দিন
  • টেস্ট ম্যাচঃ ৩৯৯টাকায় ২৫জিবি, মেয়াদ ৩০দিন

সাধারণ স্কিটো ইন্টারনেট প্যাকসমূহ হলোঃ

  • ৩টাকায় ৬০এমবি, মেয়াদ ৩দিন
  • ৪৪টাকায় ৫০০এমবি, মেয়াদ ৭দিন
  • ১০৪টাকায় ৩জিবি, মেয়াদ ৭দিন
  • ৮৯টাকায় ১.৫জিবি, মেয়াদ ৭দিন
  • ২২৯টাকায় ২জিবি, মেয়াদ ৩০দিন
  • ৪৯৮টাকায় ৭জিবি, মেয়াদ ৩০দিন

স্কিটো হেল্পলাইন

স্কিটো সিম সম্পর্কে যেকোনো বাড়তি তথ্য জানতে স্কিটো টিম এর সাথে যোগাযোগ করা যাবে। স্কিটো সাপোর্ট টিমকে কল করা যাবে ও ইমেইল পাঠানো যাবে।

👉 স্কিটো এন্ড্রয়েড অ্যাপ

👉 স্কিটো আইফোন অ্যাপ

স্কিটো সিম থেকে হেল্পলাইন 121 নাম্বারে কল করা যাবে। এছাড়াও 01701000121 নাম্বারে কল করে কাস্টমার কেয়ার সাপোর্ট পাওয়া যাবে। এছাড়াও [email protected] এড্রেসে মেইল করে সমস্যা জানানো যাবে স্কিটো টিমের কাছে। এছাড়াও Skitto.com থেকে আরো বিভিন্ন তথ্য ও অফার সম্পর্কে জানা যাবে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *