বিকাশ ডিজিটাল লোন সুবিধা এলো – সহায়তায় সিটি ব্যাংক

বিকাশ, রকেট এসব সেবার হাত ধরে দেশে ডিজিটাল ব্যাংকিং সেবা এসেছে অনেক আগে। কিন্তু এতোদিন ডিজিটাল ঝণ এর ফিচার না থাকায় পরিপূর্ণ ব্যাংকিং সেবা উপভোগ করতে পারেননি ডিজিটাল ব্যাংকিং ব্যবহারকারীগণ। অবশেষে বিকাশ ও সিটি ব্যাংকের হাত ধরে এই অবস্থার অবসান ঘটতে যাচ্ছে। বিকাশ ও সিটি ব্যাংক চালু করল ডিজিটাল ন্যানো লোন বা ক্ষুদ্র ঝণ।

গত বছর পরীক্ষামূলকভাবে চালু হয়ে ছিল এই বিকাশ লোন সুবিধা, যেখানে সিটি ব্যাংকের সহায়তায় বিকাশ থেকে লোন পাওয়া যেত। এজন্য কোনো জামানত দরকার হবেনা। আর এখন এই ডিজিটাল ক্ষুদ্র ঋণ সেবাটি পুরোদমে চালু হলো।

বিকাশ ও সিটি ব্যাংকের এই তাৎক্ষণিক ডিজিটাল ক্ষুদ্র ঝণ ব্যবস্থা জরুরি মূহুর্তে অর্থের প্রয়োজন মেটানোর পাশাপাশি গ্রামাঞ্চলে থাকা অনেক বিকাশ ব্যবহারকারীর কষ্টের অবসান ঘটাবে। এতোদিন ডিজিটাল ঝণ ব্যবস্থা না থাকায় মহাজন ও বিভিন্ন এনজিও এর কাছ থেকে চড়া সুদে ঝণ নিতে হতো এসব গ্রাহকদের।

বিকাশ এর এই ডিজিটাল লোন ব্যবস্থা একই সাথে পৌছেঁ যাবে সাড়ে পাঁচ কোটি বিকাশ গ্রাহকের কাছে। এই লোন নিতে বিকাশের কোনো শাখা, উপশাখা বা কাস্টমার কেয়ারে যেতে হবেনা। এমনকি কাস্টমার কেয়ারে ফোন ও করতে হবেনা। সরাসরি বিকাশ অ্যাপ হতে নেওয়া যাবে বিকাশ এর এই ডিজিটাল ন্যানো লোন।

বিকাশ থেকে লোন নিতে কোনো ধরনের আলাদা ফাইল বা ডকুমেন্টের প্রয়োজন হবেনা। বিকাশ অ্যাপ থেকে কয়েক ধাপ বেশ সহজে এই বিকাশ ডিজিটাল ন্যানো লোন নেওয়া যাবে। ৯ শতাংশ সুদে সর্বনিম্ন ৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত লোন নেওয়া যাবে বিকাশ ন্যানো লোন এর মাধ্যমে। বিকাশ এর ডিজিটাল লোন এর মেয়াদ সর্বোচ্চ তিন মাস, অর্থাৎ তিন মাসের মধ্যে এই লোন পরিশোধ করতে হবে।

বিকাশ ডিজিটাল লোন এর সুবিধাসমূহ

চিরাচরিত লোন ব্যবস্থা থেকে বিকাশ এর ডিজিটাল লোন অধিক সুবিধাজনক। বিকাশ ডিজিটাল লোন এর সুবিধাসমূহ হলোঃ

  • ডিজিটাল লোন অ্যাপ্লিকেশনঃ সরাসরি বিকাশ অ্যাপ থেকে লোন এর আবেদন করা যাবে, ব্যাংক বা সেবা কেন্দ্রে যেতে হবেনা
  • জামানত লাগে নাঃ চিরাচরিত লোনে জামানত ব্যবস্থা থাকলেও বিকাশ ডিজিটাল লোন এর ক্ষেত্রে কোনো জামানত দিতে হবেনা
  • ৩ মাসের সহজ কিস্তিঃ ৩ মাসের সহজ কিস্তিতে পরিশোধ করা যাবে বিকাশ প্রদত্ত এই লোন
  • দৈনিক ইন্টারেস্ট রেটঃ দৈনিক ইন্টারেস্ট রেট রয়েছে এই ডিজিটাল লোন ব্যবস্থায়।

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

বিকাশ লোন নেওয়ার উপায়

বিকাশ অ্যাপ ব্যবহার করে বিকাশ ডিজিটাল লোন নেওয়া যাবে। বিকাশে ডিজিটাল লোন নেওয়ার নিয়ম হলোঃ

  • বিকাশে অ্যাপে পিন প্রদান করে প্রবেশ করুন
  • Loan / লোন এ ট্যাপ করুন
  • মেইন মেন্যুতে “লোন” অপশন খুঁজে না পেলে More / আরো তে ট্যাপ করে অপশনটি খুঁজে নিন
  • আপনার বিকাশ একাউন্ট লোন নেওয়ার জন্য প্রযোজ্য হলে তথ্য শেয়ারের অনুমতি প্রদান করে পরবর্তী ধাপে এগিয়ে যান
  • লোন লিমিট দেখে নিয়ে নিয়ে “লোন নিন / Take Loan” এ ট্যাপ করুন

👉 বিকাশ লোন নেওয়ার উপায়

  • লোন এর পরিমাণ ও কিস্তির মেয়াদ সিলেক্ট করে এগিয়ে যান
  • এরপর ব্যাংক থেকে কত টাকা লোন পাবেন ও কত টাকা পরিশোধ করতে হবে তা দেখতে পাবেন, এগিয়ে যান বাটনে ট্যাপ করুন
  • লোনের নির্দেশনা ও নিয়মাবলী পড়ে “সম্মতি দিন” এ ট্যাপ করুন
  • লোন কনফার্ম করতে আপনার বিকাশ একাউন্টের পিন প্রদান করুন ও “লোন নিতে ট্যাপ করে ধরে রাখুন” এ ট্যাপ করে ধরে রাখুন
  • এরপর আপনার একাউন্টে লোনের অর্থ জমা হয়ে যাবে।
বিকাশ ও সিটি ব্যাংক চালু করল ডিজিটাল ন্যানো লোন

মনে রাখবেন, সবাই বিকাশ অ্যাপে লোন অপশন দেখলেও সবাই কিন্তু লোন পাবেনা। কারণ আপনার বিকাশ একাউন্টের ব্যবহার এবং আপনার লেনদেনের ইতিহাস বিবেচনা করেই বিকাশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে আপনি লোন পাবেন কি-না।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,549 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *