বাংলাদেশে এলো আসুসের অত্যাধুনিক গেমিং ল্যাপটপ আরওজি জেফ্রাস

বাংলাদেশের বাজারে উন্মোচিত হল তাইওয়ানিজ কোম্পানি আসুসের গেমিং ল্যাপটপ আরওজি জেফ্রাস। অত্যন্ত পাতলা গড়নের এই ল্যাপটপটিতে থাকছে চমৎকার সব ফিচার এবং হাই প্রোফাইল স্পেসিফিকেশন যা কম্পিউটারে ভিডিও গেমস খেলায় এক নতুন মাত্রা যোগ করবে বলেই আশা করছে আসুস। কোম্পানিটির গেমিং কেন্দ্রীক আরওজি বা ‘রিপাবলিক অব গেমস’ ব্র্যান্ডের অধীনে এসেছে নোটবুকটি। ২১ ডিসেম্বর রাতে ঢাকায় এক ইভেন্টের মাধ্যমে বাংলাদেশে লঞ্চ করা হয় পিসিটি।

আরওজি জেফ্রাস ল্যাপটপের অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এর উদ্ভাবনী শীতলিকরণ প্ৰযুক্তি। এটি আনফোল্ড (ভাঁজ খুললে বা মনিটর ওপেন) করলে নোটবুকটির নিচের দিকে স্বয়ংক্রিয়ভাবে কুলিং সিষ্টেম উন্মুক্ত হয়, যা মেশিনটি ঠাণ্ডা রাখতে সাহায্য করে।

আসুস আরওজি জেফ্রাস নোটবুকের স্পেসিফিকেশন নিম্নরূপ:

  • প্রসেসর- ইন্টেল কোর আই সেভেন ৭৭০০ এইচকিউ
  • ওএস- উইন্ডোজ ১০ হোম
  • ডিসপ্লে- ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি স্ক্রিন (১২০ হার্টজ রিফ্রেশ রেট, এনভিডিয়া জি-সিংক)
  • গ্রাফিক্স- এনভিডিয়া জিফোর্স জিটিএক্স ১০৮০
  • চিপসেট- ইনটেল এইচএম ১৭৫
  • মেমোরি ও স্টোরেজ- ২৪ জিবি র‍্যাম (ডিডিআর৪ ২৪০০মেগাহার্টজ), ১ টেরাবাইট এসএসডি স্টোরেজ।
  • ব্যাটারি: ৪ সেল ৫০ ডাব্লিউএইচ
  • ওজন- ২.২ কেজি (ব্যাটারি সহ)

১৬.৯ থেকে ১৭.৯ মিমি পুরুত্বের আসুস আরওজি জেফ্রাস গেমিং ল্যাপটপের প্রিঅর্ডার নেয়া শুরু হয়ে গেছে আজই। ব্যবহারকারীরা আগামী ২ থেকে ৩ দিনের মধ্যেই হাতে পেতে শুরু করবেন নোটবুকটি। এর দাম ৩ লাখ ১০ হাজার টাকা।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *