৬ ইঞ্চি স্ক্রিন ও ১৩ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে এলো ইনফিনিক্স নোট ৩

বাংলাদেশের বাজারে নতুন একটি স্মার্টফোন ব্র্যান্ড যাত্রা শুরু করেছে। ফ্রান্স ও চীন ভিত্তিক এই ব্র্যান্ডটির নাম হচ্ছে ইনফিনিক্স, যেটি আফ্রিকায় ব্যাপক জনপ্রিয় বলে কোম্পানিটির ওয়েবসাইটে দেয়া তথ্যে জানা গেছে। ঢাকার একটি হোটেলে ৬ ডিসেম্বর নোট ৩ এক্স৬০১ মডেলের মধ্যম বাজেটের এই এন্ড্রয়েড ফোন লঞ্চ করেছে ইনফিনিক্স। ফোনটির দাম ১৬ হাজার ৯৯০ টাকা।

চলুন দেখি এর স্পেসিফিকেশনঃ

  • ৬ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে (৩৬৭ পিপিআই)
  • ১.৩ গিগাহার্টজ মিডিয়াটেক এমটি৬৭৫৩ অক্টাকোর সিপিইউ
  • ম্যালি (Mali) টি৭২০ জিপিইউ
  • ২জিবি র‍্যাম, ১৬জিবি ইন্টারনাল স্টোরেজ, মেমোরি কার্ড স্লট, মেটাল বডি
  • ১৩ মেগাপিক্সেল মূল ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • ডুয়াল সিম, ওয়াইফাই, জিপিএস, ইউএসবি ওটিজি, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
  • এন্ড্রয়েড ৬.০ মার্সম্যালো ভিত্তিক এক্সওএস
  • ৪৫০০ এমএএইচ ব্যাটারি, যা ৫ মিনিট চার্জ দিয়ে ২০০ মিনিট কথা বলা যাবে বলে দাবী ইনফিনিক্সের

ডিভাইসটির সাথে ১ থাকছে বছরের ওয়্যারেন্টি। ফোনটি কেনার ১০০ দিনের মধ্যে কোনো কারণে এর ডিসপ্লে ভেঙ্গে গেলে বিনামূল্যে নতুন ডিসপ্লে দেবে ইনফিনিক্স।

এখানে আরেকটি তথ্য জানিয়ে রাখছি, ইনফিনিক্সের মূল কোম্পানি ট্রানশন হোল্ডিংসের তিনটি মোবাইল ফোন ব্র্যান্ড রয়েছে, যেগুলো হচ্ছে টেকনো, ইনফিনিক্স ও আইটেল।

আপনি কি ইনফিনিক্স নোট থ্রি ফোন কিনবেন?

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,546 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *