বাংলাদেশে ২০১৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ১ ফেব্রুয়ারি ২০১৬। এই পরীক্ষায় প্রতিদিনের এমসিকিউ (অর্থাৎ টিক বা নৈর্ব্যক্তিক) অংশ আগে নেয়া হবে। এমসিকিউ অংশের পরীক্ষা নেয়ার পর লিখিত অংশ শুরু হবে। প্রতিটি বিষয়ের এমসিকিউ ও লিখিত পরীক্ষার মধ্যে ১০ মিনিট বিরতি থাকবে।
পরীক্ষায় সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। পরীক্ষা কেন্দ্রে শুধুমাত্র কেন্দ্রসচিব মোবাইল ফোন ব্যবহার পারবেন। অন্য কোনো ব্যক্তি/পরীক্ষার্থী পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন আনতে বা ব্যবহার করতে পারবেন না।
কোনো অবস্থাতেই পরীক্ষার উত্তরপত্র ভাঁজ করা যাবেনা। তত্বীয়, নৈর্ব্যক্তিক ও ব্যবহারিক অংশে আলাদা আলাদাভাবে পাশ করতে হবে।
২০১৬ সালের এসএসসি, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষার বিস্তারিত সূচিপত্র জানতে এই লিংকে দেয়া পিডিএফ ফাইলটি দেখুন। ২০১৬ সালের দাখিল পরীক্ষার সূচিপত্র জানতে এই লিংকে দেয়া পিডিএফ ফাইল দেখুন। এখানে এসএসসি ২০১৬ এবং দাখিল ২০১৬ এর রুটিনের স্ক্রিনশট দেয়া হল।
এসএসসি ২০১৬ সময়সূচিঃ
দাখিল ২০১৬ সময়সূচিঃ
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।