নতুন নকিয়া ২৩০ ফোন আনছে মাইক্রোসফট!

Nokia-230_Nokia-230-Dual-SIM_featured-1024x496

নকিয়া মোবাইল ফোনের কথা মনে আছে? ভুলে যাওয়ার সম্ভাবনা খুবই কম। এখন থেকে বছর দশেক আগে একটা ফান ম্যাগাজিনে পড়েছিলাম, “প্রেম করলে ঐশ্বরিয়া, সেট কিনলে নকিয়া” (একটু মডিফাইড)!

যাই হোক, স্রেফ নকিয়ার একসময়কার জনপ্রিয়তা বোঝানোর জন্যই উক্তিটি ব্যবহৃত হয়েছে। কিন্তু এখন আর ফোন মার্কেটে নেই নকিয়া। কারণ নকিয়া ফোন বিজনেসের মালিক এখন মাইক্রোসফট।

অনেকদিন পর, এই ২০১৫ সালের নভেম্বরের শেষ দিকে এসে নতুন একটি নকিয়া ফোন লঞ্চ করল মাইক্রোসফট। নকিয়া ২৩০ মডেলের এই ফোনটি মূলত কি-প্যাড যুক্ত ট্রেডিশনাল মডেলের একটি হ্যান্ডসেট। এটি উন্নয়নশীল দেশগুলোর উদ্দেশ্যেই তৈরি করেছে মাইক্রোসফট।

Nokia-230-Silver-Front_Back-SSIM

নকিয়া ২৩০ ফোনে রয়েছেঃ

  • ২.৮ ইঞ্চি কিউভিজিএ (২৪০ x ৩২০) ডিসপ্লে
  • নকিয়া সিরিজ ৩০+ অপারেটিং সিস্টেম
  • ১২০০ এমএএইচ ব্যাটারি, ডুয়াল সিম ভার্সন
  • ২৩ ঘন্টা টকটাইম, ২২ থেকে ২৭ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম
  • মূল ক্যামেরা ২ মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা ২ মেগাপিক্সেল (দুই দিকেই ফ্ল্যাশ)
  • ৩২জিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট
  • ইন্টারনেট ব্রাউজিং, সোশ্যাল মিডিয়া, ব্লুটুথ প্রভৃতি

নকিয়া ২৩০ ফোনের দাম হবে ৫৫ ডলার (প্রায় ৪২০০ টাকা), যা ডিসেম্বরে এশিয়া, মধ্যপ্রাচ্য সহ অন্যান্য দেশের বাজারে বিক্রি শুরু হবে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,547 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *