সারা বাংলাদেশে গ্রামীণফোন তাদের গ্রাহকদের জন্য বিনামূল্যের ওয়াইফাই ইন্টারনেট সংযোগ চালু করবে। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে জিপি। চলতি বছরের মধ্যে দেশের ৩০টি স্থানে ওয়াইফাই নেটওয়ার্ক স্থাপন করবে অপারেটরটি। এই প্রোগ্রাম পরীক্ষামূলকভাবে চলাকালে প্রথম তিন মাস ফ্রি ওয়াইফাই ইন্টারনেট সেবা উপভোগ করতে পারবেন গ্রামীণফোন গ্রাহকরা।
দেশের বৃহত্তম এই মোবাইল অপারেটর জানিয়েছে, তাদের ওয়াইফাই হটস্পটে গিয়ে মোবাইলের ওয়াইফাই চালু করলে “জিপি ওয়াইফাই” নামক কানেকশন দেখা যাবে। এতে সংযুক্ত হওয়ার পর গ্রাহককে জিপি নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর ফোনে একটি মেসেজের মাধ্যমে নির্দেশনা আসবে যার মাধ্যমে ওয়াইফাই ইন্টারনেট বিনামূল্যে ব্যবহার করা যাবে।
তথ্যসূত্রঃ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, প্রথম আলো।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।