গুগলের এন্ড্রয়েড ওয়ান প্রকল্পের কথা মনে আছে? স্টক এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত স্বল্প দামের স্মার্টফোন বিক্রির সেই প্রকল্পের কথাই বলছি। এসব ডিভাইস এন্ড্রয়েডের লেটেস্ট আপডেটগুলো পাওয়ার প্রতিশ্রুতি নিয়ে আসছিল। কিন্তু দৃশ্যত, এন্ড্রয়েড ওয়ান প্রোগ্রাম ঠিক সফল হতে পারেনি। আপনার আশেপাশে ক’জন ব্যবহারকারী এন্ড্রয়েড ওয়ান ফোন ব্যবহার করেন? সেই সংখ্যাটা খুবই কম। স্টক এন্ড্রয়েড রম বিশিষ্ট এসব লো-পাওয়ার ফোনের চেয়ে ক্রেতা-বিক্রেতারা কাস্টমাইজড ফোনই বেশি পছন্দ করেন।
কিন্তু তাই বলে হাল ছাড়ছেনা গুগল। ওয়াল স্ট্রিট জার্নাল জানাচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যেই এন্ড্রয়েড ওয়ান প্রোগ্রামের পলিসি কিছুটা পরিবর্তন করে নতুনভাবে প্রকল্পটি চালু করবে গুগল। অর্থাৎ, তখন ফোন নির্মাতারা এন্ড্রয়েড ওয়ান প্রোগ্রামের আওতায় আগের চেয়ে বেশি কাস্টমাইজড ফোন বাজারে আনতে পারবে।
প্রাপ্ত খবর অনুযায়ী ভারতের মোবাইল নির্মাতা লাভা নতুনভাবে এন্ড্রয়েড ওয়ান ফোন বাজারে আনতে পারে। এন্ড্রয়েড ওয়ান প্রকল্পের ফোনে গুগলের সেবাগুলোর প্রাধান্য থাকে যার ফলে এগুলো থেকে সার্চ জায়ান্টের আয়ের সম্ভাবনাও বেশি থাকবে। সুতরাং গুগল এটিকে সফল করতেই চাইবে।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।