আইফোন, আইপ্যাড নকলের দায়ে ২৯০ মিলিয়ন ডলার জরিমানার মুখে স্যামসাং

দক্ষিণ কোরিয়ার স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাংকে আবারও  অ্যাপল এর প্রযুক্তি নকল করার দায়ে আভিযুক্ত করল ক্যালিফোর্নিয়ার একটি কোর্ট। সর্বশেষ ঐ রায় অনুসারে স্যামসাংকে অবশ্যই আইফোন এবং আইপ্যাড এর ফিচার নকল করার জন্য ২৯০ মিলিয়ন ডলার জরিমানা গুণতে হবে। এর ফলে স্যামসাংয়ের নিকট থেকে অ্যাপলের প্রাপ্য ক্ষতিপূরণ আগের ৫৫০ মিলিয়ন ডলার থেকে প্রায় ৯৩০ মিলিয়নে উন্নীত হল।

এদিকে স্যামসাংয়ের সত্ব চুরির মামলাটি পুনরায় শুনানি করার আদেশ করেছেন আমেরিকান জেলা জজ আদালতের বিচারক লুচি কো; তার ভাষ্য মতে বিচারক দল সামসাং এর জরিমানার টাকার অংক হিসেবে ভুল করেছেন। আশা করা হচ্ছে  স্যামসাং এই রায়ের বিরুদ্ধে আপিল করবে।

অ্যাপল তাদের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই মামলাটি অ্যাপলের কাছে টাকা এবং পণ্যর সত্ব থেকে আনেক বেশি কিছু। উদ্ভাবনী শক্তি এবং কঠোর পরিশ্রম দিয়ে তারা নতুন নতুন ফিচার উদ্ভাবন করে লোকজনের আস্থা ও ভালবাসা ধরে রাখার জন্য।

বিচারক দল স্যামসাংয়ের ২৬ টি পণ্যের মধ্য থেকে ১৩টি পণ্য বিচারের আওতায় আনেন যার মধ্যে কোম্পানিটির পুরাতন স্মার্টফোন ও ট্যাবলেট আছে।

এই খবর প্রচারের সাথে সাথে শেয়ার মার্কেটে অ্যাপলের শেয়ারের দাম বেড়েছে এবং স্যামসাংয়ের শেয়ারের দাম কিছুটা কমেছে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *