টেলিটকের অল্প মেয়াদে সাশ্রয়ী কিছু ডাটা প্যাক

বাংলাদেশের সবচেয়ে সাশ্রয়ী দামে ইন্টারনেট প্যাক প্রদান করে রাস্ট্রয়াত্ত টেলিকম কোম্পানি, টেলিটক। চলছে বিশ্বকাপ ক্রিকেট ২০২২, তাই মোবাইল ডাটার প্রয়োজনও বেড়েছে অনেকটা। খেলা দেখার জন্য অনেকেই অল্প মেয়াদের কম দামে ডাটা প্যাকের খোঁজ করে থাকেন। এই পোস্টে তিনটি সাশ্রয়ী টেলিটক ইন্টারনেট প্যাক সম্পর্কে জানবেন, যেগুলো অল্প মেয়াদের জন্য কেনা যাবে।

টেলিটক ৩জিবি ইন্টারনেট প্যাক

টেলিটক সকল প্যাকেজে ৪৪টাকায় কেনা যাবে ৭দিন মেয়াদের ৩জিবি ইন্টারনেট। ৭দিন মেয়াদের ৩জিবি ইন্টারনেট ৪৪টাকায় কিনতে যেকোনো টেলিটক সিম থেকে ডায়াল করুন *111*44# নম্বর।

  • প্যাকঃ ৩জিবি
  • দামঃ ৪৪টাকা
  • মেয়াদঃ ৭দিন
  • কেনার কোডঃ *111*44#

টেলিটক আগামী ৪জিবি প্যাক

এবার জানি চলুন ৪জিবি টেলিটক ইন্টারনেট প্যাক সম্পর্কে। উল্লেখ্য যে এই প্যাক শুধুমাত্র টেলিটক আগামী প্যাকেজ এর জন্য প্রযোজ্য। ৫৫টাকায় ৪জিবি আগামী ইন্টারনেট প্যাক এর মেয়াদ ৭দিন, প্যাকটি কিনতে ডায়াল করতে হবে *111*603# নম্বরে।

  • প্যাকঃ ৪জিবি
  • দামঃ ৫৫টাকা
  • মেয়াদঃ ৭দিন
  • কেনার কোডঃ *111*603#

টেলিটক অপরাজিতা ২জিবি প্যাক

টেলিটক অপরাজিতা সিমে ৩৮টাকায় ২জিবি ইন্টারনেট কিনতে পারবেন, প্যাকটির মেয়াদ ৭দিন। এই ৭দিন মেয়াদের ৩৮টাকায় ২জিবি ইন্টারনেট প্যাক কিনতে ডায়াল করুন *111*38# নম্বর।

উল্লেখ্য যে এই প্যাকটি শুধুমাত্র টেলিটক অপরাজিতা প্যাকেজ এর গ্রাহকদের জন্য প্রযোজ্য।

টেলিটকের অল্প মেয়াদে সাশ্রয়ী কিছু ডাটা প্যাক

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

  • প্যাকঃ ২জিবি
  • দামঃ ৩৮টাকা
  • মেয়াদঃ ৭দিন
  • কেনার কোডঃ *111*38#

এছাড়া টেলিটক এর সেরা কিছু সাশ্রয়ী প্যাক সম্পর্কে জানতে আমাদের অন্য কিছু পোস্ট দেখতে পারেনঃ

👉 টেলিটকে ২৫জিবি ডাটা প্যাক এলো সাশ্রয়ী দামে
👉 টেলিটক ১৭টাকায় ২জিবি প্যাকের পরিবর্তে কিনুন এই প্যাকগুলো

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *