আপনার পছন্দ মত ফোন বানাতে চান? মটোরোলা ও ফোনব্লক্স দিচ্ছে সেই সুযোগ!

“আমরা প্রতিদিন অনেক নষ্ট জিনিস আর্বজনায় ফেলে দেই। বিশ্বজুড়ে প্রতিদিন ৫০% (আনুমানিক) মোবাইলই নষ্ট হয়! কিন্তু এগুলো কি সম্পূর্ন নষ্ট? অনেক সময় মোবাইলের ক্যামেরা,ব্যাটারি,ডিসপ্লে বা আরো অন্য কিছু নষ্ট হলে আমরা তা ফেলে দেই!”- এরকম করেই বলেছে ফোনব্লক্স।

ফোনব্লক্স এমন একটি ফোন বানাচ্ছে যেটার ৩টা স্তর থাকবে। প্রথমটি হল ডিসপ্লে, মধ্যেরটি ব্লোক্সগুলো জোড়া লাগানোর স্থান আর তৃতীয়টিতে আপনি আপনার পছন্দ মত জিনিস লাগাতে পারবেন! আপনি যদি ক্যামেরা পছন্দ করেন তাহলে তাদের কাছ থেকে ভালো একটি ক্যামেরা কিনে লাগাতে পারেন । তাছাড়া আপনি যা ইচ্ছে তাই লাগাতে পারবেন এই মোবাইলটিতে!

ফোনব্লক্স বিশ্বের কয়েকটি নামিদামি কোম্পানির সাথে কথা বলেছিল, কিন্তু তাদের মধ্যে থেকে শুধু মটোরোলাই এই ফোনটি বানাতে তাদের সাহায্য করছে। তবে তারা এখনও নিশ্চিতভাবে কিছুই প্রকাশ করেনি। তবে আমাদের এই পোস্টে প্রকল্পটি সম্পর্কে আরও কিছু চমকপ্রদ তথ্য পড়তে পারেন।

আমরা যত তড়াতাড়ি এই সর্ম্পকে আরো খবর পাবো তত তাড়াতাড়ি আপনাদেরকে এই সর্ম্পকে জানাতে থাকবো! তাই,আমাদের সাথেই থাকুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,551 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *