৪.৫” এইচডি স্ক্রিন নিয়ে আসছে গুগলের সস্তা মটো-জি স্মার্টফোন!

Moto-Gসকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মটোরোলা মটো-জি স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিল গুগল। ঘন্টাখানেক আগে ডিভাইসটি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ পেয়েছে। এটি মূলত একটি মিড-রেঞ্জের হ্যান্ডসেট।

মটো-জি স্মার্টফোনে পাবেন ৪.৫ ইঞ্চি ৭২০পি (৩২৯পিপিআই) এইচডি স্ক্রিন, ১জিবি র‍্যাম, কোয়াডকোর ১.২ গিগাহার্টজ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪০০ প্রসেসর, ২০৭০ এমএএইচ ব্যাটারি, ৮/১৬জিবি স্টোরেজ, ৫ মেগাপিক্সেল ব্যাক-১.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা প্রভৃতি।

মটো-জি স্মার্টফোন দেখতে অনেকটা এর পূর্ববর্তী মটো-এক্স এর মতই। তবে এর পেছনের দিকটা সামান্য বাঁকানো। এর ব্যাক কভার পরিবর্তনযোগ্য।

ডিভাইসটি এন্ড্রয়েড ৪.৩ জেলিবিন প্রিলোডেড অবস্থায় পাওয়া যাবে। আর ২০১৪ সালের জানুয়ারিতে এতে এন্ড্রয়েড ৪.৪ কিটক্যাট আপডেট আসবে।

৮জিবি ইন্টারনাল স্টোরেজ সমৃদ্ধ মটো-জি স্মার্টফোনের দাম পড়বে মাত্র ১৭৯ মার্কিন ডলার। আর ১৬জিবি ভ্যারিয়েন্টের মূল্য ১৯৯ ডলার। আজ থেকেই ব্রাজিল ও ইউরোপের কোন কোন অংশে পাওয়া যাচ্ছে মটো-জি। জানুয়ারি ২০১৪’র মধ্যে সেটটি আন্তর্জাতিক বাজারে পাওয়া যাবে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,549 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *