লিক হয়েছে মটোরোলার নতুন “মটো জি” স্মার্টফোন স্পেসিফিকেশন

moto g leakedগুগলের মালিকানাধীন মটোরোলা ব্র্যান্ডের পরবর্তী স্মার্টফোন “মটো জি” এর স্পেসিফিকেশন ফাঁস করেছে জিএসএম এরিনা। কিছুদিন আগে মটোরোলার অফিসিয়াল ওয়েবসাইটেও অল্প সময়ের জন্য হাজির হয়েছিল ডিভাইসটি।

স্মার্ট ডিভাইস স্পেসিফিকেশন ডেটাবেজ ভিত্তিক সাইটটি কর্তৃক লিক হওয়া তথ্য থেকে জানা যায়, মটো জি ফোনে থাকবে ৪.৫ ইঞ্চি ৭২০পি ডিসপ্লে ও কোয়াড কোর ১.২ গিগাহার্টজ কোয়ালকম প্রসেসর। অপরদিকে ইভলিকস জানাচ্ছে হ্যান্ডসেটটিতে ১.৫ গিগাহার্টজ স্ন্যাপড্রাগন এস৪ প্রো সিপিইউ পাওয়া যাবে। সেটটি এন্ড্রয়েড ৪.৩ জেলি বিন (কিটক্যাট নয়) নিয়ে আসবে বলেও শোনা যায়।

মটো জি’তে আরও থাকতে পারে ৮জিবি স্টোরেজ, ৫ মেগাপিক্সেল ক্যামেরা, ব্লুটুথ ৪, মটো এক্স স্টাইলের কাস্টমাইজেশন সুবিধা, ১৯৫০ এমএএইচ ব্যাটারি, পরিবর্তনযোগ্য ব্যাক প্যানেল, মাল্টি সিম ইত্যাদি।

গুগল-মটোরোলার লেটেস্ট এই ফোনটি কবে নাগাদ বাজারে আসবে সে সম্পর্কে জিএসএম এরিনা বা ইভলিকস কেউই কোন তথ্য দিতে পারেনি। তবে প্রথম সূত্রটি বলছে ডিভাইসটির দাম হবে ২১৫ মার্কিন ডলারের মত এবং ২য় সূত্রটি লিখছে এর দাম হতে পারে মাত্র ১০০ ডলার। দেখা যাক শেষ পর্যন্ত আসলে কী হয়।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *