দেশের বাজারে একের পর এক নতুন ফোন আনছে রিয়েলমি। বাজেট ফ্রেন্ডলি হওয়ায় বেশ ভালো পরিমাণে বিক্রি হচ্ছে এসব রিয়েলমি ফোন। এরই ধারবাহিকতায় আরো তিনটি নতুন স্মার্টফোন দেশের বাজারে নিয়ে এলো রিয়েলমি।
দেশের বাজারে সদ্য মুক্তি পাওয়া এই ফোন তিনটি হলো – রিয়েলমি জিটি নিও ২, রিয়েলমি সি২৫ওয়াই, এবং রিয়েলমি নারজো ৫০আই। এর মধ্যে জিটি নিও ২ ফোনটিতে রয়েছে ৫জি নেটওয়ার্ক সাপোর্ট। অন্য দুইটি ফোন মূলত এন্ট্রি লেভেলের স্মার্টফোন।
চলুন জেনে নেওয়া যাক রিয়েলমি জিটি নিও ২, রিয়েলমি সি২৫ওয়াই ও রিয়েলমি নারজো ৫০আই – ফোন তিনটির স্পেসিফিকেশন, ফিচার ও দাম সম্পর্কে বিস্তারিত।
রিয়েলমি জিটি নিও ২ – Realme GT NEO 2
দেশের বাজারে রিয়েলমির প্রথম ৫জি ফোন হতে যাচ্ছে রিয়েলমি জিটি নিও ২ ফোনটি। প্রায় ৪০হাজার টাকা দামের এই ফোনটিতে থাকা কোয়ালকম এর ৫জি প্রসেসর, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ এর কল্যাণে উপভোগ করা যাবে ৫জি সুবিধা। যদিওবা আমাদের দেশে এই মুহূর্তে ৫জি সুবিধা নেই, তবে ভবিষ্যতের কথা ভেবে ফোন কিনলে রিয়েলমি জিটি নিও ২ বেশ ভালো একটি পছন্দ হতে পারে।
রিয়েলমি জিটি নিও ২ ফোনটিতে থাকছে ৬.৬২ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যা ১২০হার্জ রিফ্রেশ রেট সাপোর্টেড। এছাড়াও ফোনটিতে ৬৪মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটাপ রয়েছে। ৬৫ওয়াট সুপার ডার্ট চার্জিং সাপোর্ট রয়েছে ফোনটিতে। রয়েছে ইন-ডিসপ্লে ফিংগারপ্রিন্ট সেন্সর। এছাড়া স্টিরিও স্পিকার এর সাথে ডলবি এটমোস সাপোর্ট তো থাকছেই।
একনজরে রিয়েলমি জিটি নিও ২ এর স্পেসিফিকেশন
- ডিসপ্লেঃ ৬.৬২ইঞ্চি
- প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ ৫জি
- ব্যাক ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
- র্যামঃ ৮জিবি
- স্টোরেজঃ ১২৮জিবি
- ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
রিয়েলমি জিটি নিও ২ দাম
দেশের বাজারে রিয়েলমি জিটি নিও ২ ফোনটির একটি ভার্সন পাওয়া যাবে। ৮জিবি র্যাম ও ১২৮জিবি স্টোরেজ এর রিয়েলমি জিটি নিও ২ এর দাম ৩৯,৯৯০টাকা।
🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥
রিয়েলমি সি২৫ওয়াই – Realme C25Y
১৫হাজার টাকার মধ্যে এন্ট্রি বাজেটে রিয়েলমির নতুন সংযোজন রিয়েলমি সি২৫ওয়াই ফোনটি। ফোনটির প্রধান আকর্ষণ এর ৫০মেগাপিক্সেল ক্যামেরা সেটাপ। এই দামে অন্য কোনো কোম্পানি এমন ক্যামেরা সেটাপ অফার করছেনা। যার ফলে বাজেট রেঞ্জে ক্যামেরাপ্রেমীদের কাছে এই ফোনটি বেশ পছন্দের হতে চলেছে।
ইউনিসক এর চিপসেট ব্যবহার করা হয়েছে রিয়েলমি সি২৫ওয়াই ফোনটিতে। দামে কম ও ভালো ক্যামেরা থাকলেও র্যাম ও স্টোরেজের দিকে কোনো কমতি থাকছেনা ফোনটিতে। ৪জিবি র্যাম ও ৬৪জিবি স্টোরেজ থাকছে রিয়েলমি সি২৫ওয়াই ফোনটিতে। এছাড়াও ফোনটির ব্যাকে রয়েছে ফিংগারপ্রিন্ট সেন্সর।
একনজরে এর রিয়েলমি সি২৫ওয়াই স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
- প্রসেসরঃ ইউনিসক টি৬১০
- ব্যাক ক্যামেরাঃ ৫০মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
- র্যামঃ ৪জিবি
- স্টোরেজঃ ৬৪জিবি
- ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
রিয়েলমি সি২৫ওয়াই দাম
৪জিবি র্যাম ও ৬৪জিবি স্টোরেজের রিয়েলমি সি১৫ওয়াই ফোনটি পাওয়া যাবে ১৩,৯৯৯টাকায়।
👉 বিভিন্ন মডেলের রিয়েলমি ফোনের দাম জেনে নিন
রিয়েলমি নারজো ৫০আই – Realme Narzo 50i
রিয়েলমি নারজো সিরিজ এতোদিন বাজেট গেমিং সিরিজ নামে পরিচিত হলেও, এবার নতুন নারজো ৫০আই ফোনটির মাধ্যমে বিশাল পরিবর্তন আসতে চলেছে এই সিরিজে। মাত্র ১১হাজার টাকার ফোন, রিয়েলমি নারজো ৫০আই ফোনটির প্রধান আকর্ষণ এর ৪জিবি র্যাম ও ৬৪জিবি স্টোরেজ।
দেখতে সুন্দর হওয়ার পাশাপাশি ফোনটিতে থাকছে কার্যকর প্রসেসর ও বিশাল ব্যাটারি। কম দামি ফোন হওয়া স্বত্বেও এই ফোনটিতে পাবেন সাইড মাউন্টেড ফিংগারপ্রিন্ট সেন্সর, যা এই ফোনটির ডিজাইনে অসাধারণ লুক প্রদান করে।
একনজরে রিয়েলমি নারজো ৫০আই এর স্পেসিফিকেশন
- ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
- প্রসেসরঃ ইউনিসক এসসি৯৮৬৩এ
- ব্যাক ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
- ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
- র্যামঃ ৪জিবি
- স্টোরেজঃ ৬৪জিবি
- ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
রিয়েলমি নারজো ৫০আই দাম
রিয়েলমি নারজো ৫০আই ফোনটির ৪জিবি র্যাম ও ৬৪জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট পাওয়া যাবে ১০,৯৯০টাকায়।
কেমন লাগল নতুন রিয়েলমি ফোনগুলো? কমেন্টের মাধ্যমে জানান সবাইকে!
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।
Plz send me the latest tec. Mobile phone configuration.
অনুগ্রহ করে আমাদের সাইটটি ফলো করুন, তাহলেই সব জানতে পারবেন। এখানে ক্লিক করে ইমেইল ও সোশ্যাল মিডিয়ায় আমাদের ফলো করুন! ধন্যবাদ।