স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে বাংলাদেশে “অপো” একটি পরিচিত নাম। নিজেদের ফোনসমূহকে “ক্যামেরা ফোন” হিসেবে দাবি করা অপোর বিভিন্ন দামের ফোন পাওয়া যায় বাংলাদেশের বাজারে। ভালো ক্যামেরা সেটাপ ও অপটিমাইজেশনের পাশাপাশি বেশ হাতের নাগালে অপো ফোনের দাম।
চলুন জেনে নেওয়া যাক দেশে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে এমন সব অপো ফোনের দাম সম্পর্কে।
অপো রেনো ৮টি
মিড বাজেটে অপোর নতুন এই ফোনটি বাজারে সাড়া ফেলেছে। মাত্র ৬.৪৩ ইঞ্চি ডিসপ্লের ছোট এই ফোনটি বেশ হালকা, হাতে নিলে একটি প্রিমিয়াম ফোন বলে মনে হয়। ফোনটি মূলত ক্যামেরা ফোকাসড ফোন হলেও পারফর্মেন্সেও কোন ঘাটতি রাখা হয় নি। মিডিয়াটেকের হেলিও জি৯৯ গেমিং চিপসেট থাকায় ফোনটি বেশ ফাস্ট ও গেম খেলা যায় সহজেই। সেই সঙ্গে ৯০ হার্টজের অ্যামোলেড ডিসপ্লে থাকায় ফোনটি সাবলীলভাবে সব কাজ করতে পারে।
৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজও আছে এই ফোনে। ফোনের মূল আকর্ষণ এর ১০০ মেগাপিক্সেলের মূল ক্যামেরাটি। অসাধারন সব ছবি তুলতে সক্ষম এই ক্যামেরার সাথে রয়েছে আরও দুটি বাড়তি ক্যামেরা। সেলফি তোলার ক্ষেত্রেও ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটি বেশ ভালো কাজ করে। ৫০০০ মিলিএম্পের বড় ব্যাটারি থাকায় ব্যাটারি ব্যাকাপ নিয়েও চিন্তা নেই, পাওয়া যাবে ৩৩ ওয়াটের সুপারভুক ফাস্ট চার্জের সুবিধা। এছাড়া ফোনের ক্যামেরার চারপাশে একটি লাইটিং সিস্টেম দেয়া হয়েছে যা নোটিফিকেশন দেখার কাজে সাহায্য করে। আকর্ষণীয় এই ফোনটি তাই সহজেই ক্রেতাদের নজর কেড়েছে।
অপো রেনো ৮টি এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৪৩ ইঞ্চি
- প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৯৯
- র্যামঃ ৮ জিবি
- স্টোরেজঃ ১২৮ জিবি
- ব্যাক ক্যামেরাঃ ট্রিপল ক্যামেরা (১০০ + ২ + ২) মেগাপিক্সেল
- ফ্রন্ট ক্যামেরাঃ ৩২ মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প
অপো রেনো ৮টি এর দামঃ ৩২,৯৯০ টাকা
অপো এ৭৭
মধ্যম বাজেটে যারা বড় ব্যাটারি ও সুন্দর দেখতে ফোন খুঁজছেন তাদের জন্য ভালো একটি ফোন অপো এ৭৭। ৬.৫৬ ইঞ্চির ডিসপ্লের এই ফোনটি দেখতে চমৎকার এবং ভালো কিছু ফিচার দেবে আপনাকে। পারফর্মেন্স দিতে দেয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও জি৩৫ চিপ। এটি খুব বেশি শক্তিশালী না হলেও সাধারণ সব কাজ ভালোভাবেই সামলাতে পারবে। সেই সঙ্গে আছে ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি এর বড় স্টোরেজ সুবিধা।
ফোনে ৫০০০ মিলিএম্প ব্যাটারি ও ৩৩ ওয়াটের সুপার ভুক ফাস্ট চার্জের সুবিধা থাকায় ব্যাটারি ব্যাকাপ নিয়ে কোন চিন্তা নেই। দীর্ঘ সময় ফোনটি চালাতে পারবেন আবার চার্জ শেষ হলে দ্রুত চার্জ করে ফেলা যায়। এছাড়া ক্যামেরার দিক থেকেও ফোনটি বেশ ভালো। ৫০ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ দেয়া আছে পিছনে। স্টেরিও স্পিকার থাকায় ফোন থেকে বেশ ভালো সাউন্ডও পাওয়া যাবে।
অপো এ৭৭ এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৫৬ ইঞ্চি
- প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৩৫
- র্যামঃ ৪ জিবি
- স্টোরেজঃ ১২৮ জিবি
- ব্যাক ক্যামেরাঃ ডুয়াল ক্যামেরা (৫০ + ২) মেগাপিক্সেল
- ফ্রন্ট ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প
অপো এ৭৭ এর দামঃ ২২,৯৯০ টাকা
অপো এ৭৭এস
অপো এ৭৭ এর মত একই ডিজাইনের এই ফোনটিতে একমাত্র পার্থক্য এর চিপসেটে। ব্যাটারি ব্যাকাপ ছাড়াও ফোনের পারফর্মেন্সের দিকে আলাদা করে নজর রাখা হয়েছে এখানে। আর তাই যারা দীর্ঘ সময় ধরে ব্যাকাপ দেবে এবং পারফর্মেন্স দেবে এমন ফোন খুঁজছেন তাদের জন্য এই ফোনটি হতে পারে প্রথম পছন্দ। আগের মতই এখানেও ৫০০০ মিলিএম্প ব্যাটারি ও ওয়াটের সুপার ভুক ফাস্ট চার্জের সুবিধা আছে।
তবে প্রসেসর হিসেবে দেয়া হয়েছে স্ন্যাপড্রাগনের ৬৮০ চিপসেট যা বেশ দ্রুতগতিতে সকল কাজ সামলাতে সক্ষম। এই চিপ আরও উন্নত প্রযুক্তির বলে কম পাওয়ার খরচ করে সাবলীলভাবে সকল কাজ সম্পন্ন করে ফেলতে পারে। তাই এই ফোনটি দামের ক্ষেত্রেও কিছুটা বেশি। এছাড়া ৫০ মেগাপিক্সেলের একই ডুয়াল ক্যামেরা সিস্টেম ও স্টেরিও স্পিকারের সুবিধা আছে এই ফোনেও।
অপো এ৭৭এস এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৫৬ ইঞ্চি
- প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৬৮০
- র্যামঃ ৪ জিবি
- স্টোরেজঃ ১২৮ জিবি
- ব্যাক ক্যামেরাঃ ডুয়াল ক্যামেরা (৫০ + ২) মেগাপিক্সেল
- ফ্রন্ট ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প
অপো এ৭৭এস এর দামঃ ২৪,৯৯০ টাকা
অপো এ১৭কে
বাজারে কম বাজেটের মধ্যে বেশ ভালো একটি ফোন অপো এ১৭কে। কম বাজেটেই প্রিমিয়াম ডিজাইনের একটি হালকা ফোন এটি। কাজেই যারা সুন্দর দেখতে ফোন পছন্দ করেন তাদের এই ফোনটি পছন্দ হয়ে যাবে এক নজরেই। দাম অনুযায়ী পারফর্মেন্সেও পিছিয়ে নেই ফোনটি। আছে মিডিয়াটেকের হেলিও জি৩৫ প্রসেসর। সেই সাথে ৩ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ রয়েছে।
৬.৫৬ ইঞ্চির এই ফোনের পিছনে আছে ৮ মেগাপিক্সেলের একটি সিঙ্গেল ক্যামেরা সেটআপ যা কাজ চালানোর মতো ছবি তুলতে পারে। সেই সাথে আছে ৫০০০ মিলিএম্পের বড় ব্যাটারি যা সারাদিন এই ফোনকে ব্যাকাপ দিতে সক্ষম। ফোনটি আইপিএক্স৪ পানিরোধী। ফোনের নিরাপত্তার জন্য আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক সুবিধাও। কম বাজেটে খুব ভালো ফিচার দিচ্ছে ফোনটি।
অপো এ১৭কে এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৫৬ ইঞ্চি
- প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৩৫
- র্যামঃ ৩ জিবি
- স্টোরেজঃ ৬৪ জিবি
- ব্যাক ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল
- ফ্রন্ট ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প
অপো এ১৭কে এর দামঃ ১২,৯৯০ টাকা
অপো এফ২১এস প্রো
ক্যামেরা সেন্ট্রিক এই ফোনে একদম নতুন প্রযুক্তির ক্যামেরা ব্যবহার করা হয়েছে ফটোগ্রাফির জন্য। মেইন ক্যামেরা লেন্স এখানে ৬৪ মেগাপিক্সেলের পোট্রেইট ক্যামেরা। ৩ টি ক্যামেরা সিস্টেমের এই ফোনে অত্যাধুনিক একটি ম্যাক্রো ক্যামেরাও দেয়া হয়েছে যা ৩০গুন পর্যন্ত কাছে গিয়ে ছবি তুলতে সক্ষম। সেলফি ক্যামেরাটিও ৩২ মেগাপিক্সেলের সনির আইএমএক্স৭০৯ সেন্সরের। ছবি তুলতে পছন্দ করেন এমন যে কারো পছন্দ হবে স্টাইলিশ ও পাতলা এই ফোনটিকে।
তবে শুধু ক্যামেরা নয়, পারফর্মেন্সেও এটি পিছিয়ে থাকবে না। কেননা চিপসেট হিসেবে এতে আছে স্ন্যাপড্রাগনের ৬৮০ প্রসেসর। সেই সাথে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ অসাধারন ফ্লুয়িড পারফর্মেন্স দিতে পারবে দৈনন্দিন কাজে। ডিসপ্লে হিসেবে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। সেই সাথে আছে ৩৩ ওয়াটের সুপারভুক ফাস্ট চার্জ ও ৪৫০০ মিলিএম্পের ব্যাটারি।
অপো এফ২১এস প্রো এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৪৩ইঞ্চি
- প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০
- র্যামঃ ৮জিবি
- স্টোরেজঃ ১২৮জিবি
- ব্যাক ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা (মনোক্রোম ও ম্যাক্রো)
- ফ্রন্ট ক্যামেরাঃ ৩২মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৪৫০০মিলিএম্প
অপো এফ২১এস প্রো এর দামঃ ২৯,৯৯০টাকা
অপো এফ২১ প্রো ৫জি
নতুন জেনারেশনের মোবাইল নেটওয়ার্ক ৫জি সাপোর্টেড এই ফোনটির ডিজাইন আপনাকে আকৃষ্ট করবে। ফোনের পেছনের ক্যামেরাইয় অরবিট লাইট নামে নোটিফিকেশন লাইট দেয়া হয়েছে যা এই ফোনকে অন্য সকল ফোন থেকে একটু অন্যরকম করেছে। এই সিরিজের সকল ফোনেই ক্যামেরার পেছনে আলাদাভাবে দৃষ্টি দেয়া হয়েছে, অপো এফ২১ প্রো ৫জি -ও তার ব্যতিক্রম নয়।
আছে ৬৪ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সহ তিনটি ক্যামেরা (মনোক্রোম ও ম্যাক্রো)। এর বিল্ড কোয়ালিটির দিকেও আলাদা করে দৃষ্টি দেয়া হয়েছে। ৫জি সাপোর্টেড কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট ব্যবহার করা হয়েছে এতে, তাই পারফর্মেন্স নিয়েও কোন চিন্তা নেই। এছাড়া ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে, ৪৫০০মিলিএম্প ব্যাটারি রয়েছে।
অপো এফ২১ প্রো ৫জি এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৪৩ইঞ্চি
- প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫
- র্যামঃ ৮জিবি
- স্টোরেজঃ ১২৮জিবি
- ব্যাক ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা (মনোক্রোম ও ম্যাক্রো)
- ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৪৫০০মিলিএম্প
অপো এফ২১ প্রো ৫জি এর দামঃ ৩৭,৯৯০টাকা
অপো এফ২১ প্রো
এটি অপো এফ২১ এর ৪জি ভার্সন। ক্যামেরা ফোকাসড এই ফোনেও সেলফির জন্য সনি আইএমএক্স৭০৯ ফ্লাগশিপ গ্রেডের সেন্সর ব্যবহার করা হয়েছে বলে এতে অসাধারন সব সেলফি তোলা সম্ভব। পিছনে আছে আগের মতোই মেইন ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরাসহ তিনটি ক্যামেরা যার মধ্যে একটি ম্যাক্রো এবং অপরটি মনো লেন্স।
এর ডিজাইনের ক্ষেত্রে লেদার বা চামড়া ব্যবহার করা হয়েছে যার ফলে এই ফোনটি হাতে নিলেই একটি প্রিমিয়াম ফোনের স্বাদ পাওয়া যায়। এছাড়া পারফর্মেন্সের জন্য স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট রয়েছে। ৩৩ ওয়াটের ফাস্ট চার্জ ও ৪৫০০ মিলিএম্পের ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই ফোনেও। প্রিমিয়াম ও স্টাইলিশ এই ক্যামেরা ফোনটি ক্রেতাদের কাছেও প্রচুর জনপ্রিয়তা পেয়েছে।
অপো এফ২১ প্রো এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৪৩ইঞ্চি
- প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০
- র্যামঃ ৮জিবি
- স্টোরেজঃ ১২৮জিবি
- ব্যাক ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা (মনোক্রোম ও ম্যাক্রো)
- ফ্রন্ট ক্যামেরাঃ ৩২মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৪৫০০মিলিএম্প
অপো এফ২১ প্রো এর দামঃ ২৯,৯৯০টাকা
অপো এ১৭
বাজেট রেঞ্জের এই ফোনটি দেখতে বেশ সুন্দর, পিছনে লেদারের মতো টেক্সচার দেয়া রয়েছে যা প্রিমিয়াম একটি ফিল দেবে আপনাকে। ৫০০০ মিলিএম্পের ব্যাটারি ব্যবহার করা হয়েছে বলে এতে সারাদিন চলে যাবে নিশ্চিন্তে। আছে ৫০ মেগাপিক্সেলের এআই ক্যামেরাও। মেইন ক্যামেরা ছাড়াও পেছনে ৮ মেগাপিক্সেলের একটি ক্যামেরাও রয়েছে। এটি আইপিএক্স৪ পানিরোধী। চিপসেট হিসেবে আছে মিডিয়াটেকের হেলিও জি৩৫। ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যরিয়্যান্টে পাওয়া যাচ্ছে ফোনটি।
অপো এ১৭ এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৫৬ইঞ্চি
- প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৩৫
- র্যামঃ ৪জিবি
- স্টোরেজঃ ৬৪জিবি
- ব্যাক ক্যামেরাঃ ৫০মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
অপো এ১৭ এর দামঃ ১৫,৯৯০টাকা
অপো এ৫৭
বাজেটে অপোর সেরা একটি ফোন অপো এ৫৭। ফিচার রিচ এই ফোনটির রয়েছে ৫০০০ মিলিএম্পের সারাদিন ব্যাকাপ দেয়ার মতো ব্যাটারি এবং ৩৩ ওয়াটের সুপারভুক চারজিং। সেই সাথে দেয়া হয়েছে স্টেরিও স্পিকার যা লাউড আর ক্লিয়ার সাউন্ড দিতে পারে। এছাড়া এই ফোনের ডিসপ্লেটিও অধিক কালার দেখাতে পারে তাই মুভি বা ভিডিও দেখায় ভালো অভিজ্ঞতা পাবেন এই ফোনে। ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে ফোনের পিছনে। ডুয়াল ক্যামেরা সিস্টেমে একটি মনো ক্যামেরাও দেয়া হয়েছে।
অপো এ৫৭ এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৫৬ইঞ্চি
- প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৩৫
- র্যামঃ ৪জিবি
- স্টোরেজঃ ৬৪জিবি
- ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
অপো এ৫৭ এর দামঃ ১৭,৯৯০টাকা
অপো এ১৬ই
বড় ডিসপ্লে আর নজরকাড়া ডিজাইন মিলিয়ে এটি অপোর বাজেট রেঞ্জের একটি ব্যাসিক ফোন। এতে দেয়া হয়েছে ৪২৩০ মিলিএম্পের বড় ব্যাটারি যা লম্বা সময় ধরে ব্যাকাপ দিতে পারবে। এছাড়া ১৩ মেগাপিক্সেলের এআই ক্যামেরাটি দিয়ে টুকটাক ছবিও তুলতে পারবেন। ডিভাইসটি অপোর নিজস্ব কালার ওএস ১১.১ এ রান করছে।
অপো এ১৬ই এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৫২ইঞ্চি
- প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও পি২২
- র্যামঃ ৩/৪জিবি
- স্টোরেজঃ ৩২/৬৪জিবি
- ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল
- ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৪২৩০মিলিএম্প
অপো এ১৬ই এর দামঃ ১৩,৯৯০টাকা
অপো এ৯৫
সুন্দর দেখতে হালকা ও পাতলা এই ফোনটি অপোর মিডরেঞ্জে অন্যতম সুন্দর একটি ফোন। এতে আছে ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে যার টাচ স্যামপ্লিং রেট ১৮০ হার্টজ পর্যন্ত। চিপসেট হিসেবে আছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৬২। ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের ফোনটিতে র্যাম এক্সপ্যানশন প্রজুক্তিও দিয়েছে অপো। ৪৮ মেগাপিক্সেলের মেইন সেন্সরসহ ট্রিপল ক্যামেরা সেটাপ দেয়া আছে ফোনটির পিছনে। আর আছে ৫০০০ মিলিএম্পের বড় ব্যাটারি ও ৩৩ ওয়াটের ফাস্ট সুপারভুক চারজিং সিস্টেম।
অপো এ৯৫ এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৪৩ইঞ্চি
- প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬২
- র্যামঃ ৮জিবি
- স্টোরেজঃ ১২৮জিবি
- ব্যাক ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল
- ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
অপো এ৯৫ এর দামঃ ২৩,৯৯০টাকা
অপো রেনো ৬
দেশের বাজারে সদ্য মুক্তি পেয়েছে অপো রেনো ৬ ফোনটি। ৫০ওয়াট ফ্ল্যাশ চার্জিং ও ৯০হার্জ রিফ্রেশ রেটের অসাধারণ ডিসপ্লে এই ফোনটির মূল আকর্ষণ। এছাড়াও কোয়ালকম প্রসেসর প্রেমীদের খুশি করতে এই ফোনটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০জি। তাছাড়া ফোনটির অসাধারণ ক্যামেরা পারফরম্যান্স এর কথা আলাদা করে উল্লেখ না করলেই নয়।
অপো রেনো ৬ এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৪ইঞ্চি
- প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০জি
- র্যামঃ ৮জিবি
- স্টোরেজঃ ১২৮জিবি
- ব্যাক ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ৪৪মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৪৩১০মিলিএম্প
অপো রেনো ৬ এর দামঃ ৩২,৯৯০টাকা
অপো রেনো ৫
অপো রেনো ৫ এর ইন-ডিসপ্লে ফিংগারপ্রিন্ট যে কারো নজর কাড়তে বাধ্য। ৯০হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লের পাশাপাশি স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর রয়েছে ফোনটিতে। অপো রেনো ৫ ও রেনো ৬ ফোন দুইটি প্রায় একই স্পেসিফিকেশনের।
অপো রেনো ৫ এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৪৩ইঞ্চি
- প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০জি
- র্যামঃ ৮জিবি
- স্টোরেজঃ ১২৮জিবি
- ব্যাক ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ৪৪মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৪৩১০মিলিএম্প
অপো রেনো ৫ এর দামঃ ৩২,৯৯০টাকা
অপো রেনো ৪
বাংলাদেশে অফিসিয়ালি অপোর সবচেয়ে দামি ফোন হলো অপো রেনো ৪। ফোনটিতে থাকা ৬.৪ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে দেখতে বেশ অসাধারণ। ৯৬০এফপিএস স্লো-মো ভিডিও এর মতো অবাক করা সব ফিচারে ভর্তি অপো রেনো ৪ ফোনের ক্যামেরা।
অপো রেনো ৪ এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৪ইঞ্চি
- প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০জি
- র্যামঃ ৮জিবি
- স্টোরেজঃ ১২৮জিবি
- ব্যাক ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ৩২মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
- ব্যাটারিঃ ৪০১৫মিলিএম্প
অপো রেনো ৪ এর দামঃ ৩৪,৯৯০টাকা
🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥
অপো ফোনের দাম – অপো এ৭৬
২০হাজার টাকার মধ্যে অপো এ৭৬ ফোনটিকে অল রাউন্ডার বলা চলে। নজরকাড়া ডিজাইন ও ৯০হার্জ রিফ্রেশ রেটের এই ফোন অপো প্রেমীদের বেশ পছন্দ হবে। ফোনটিতে ৬জিবি র্যাম ও ১২৮জিবি স্টোরেজ রয়েছে।
অপো এ৭৬ এর স্পেসিফিকেশন
- ডিসপ্লেঃ ৬.৫৬ইঞ্চি
- প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০
- র্যামঃ ৬জিবি
- স্টোরেজঃ ১২৮জিবি
- ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
অপো এ৭৬ এর দাম ২০,৯৯০টাকা
অপো এফ১৯ প্রো
অপো এফ১৯ প্রো ফোনটিতে দেখা মিলবে সুপার অ্যামোলেড ডিসপ্লের। এর পাশাপাশি শক্তিশালী মিডিয়াটেক হেলিও পি৯৫ প্রসেসর থাকায় ফোনটি নিয়ে পারফরম্যান্সজনিত কোনো চিন্তা নেই।
অপো এফ১৯ প্রো এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৪৩ইঞ্চি
- প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও পি৯৫
- র্যামঃ ৮জিবি
- স্টোরেজঃ ১২৮জিবি
- ব্যাক ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৪৩১০মিলিএম্প
অপো এফ১৯ প্রো এর দামঃ ২৬,৯৯০টাকা
👉 শাওমি রেডমি ফোনের দাম জেনে নিন
অপো এফ১৯
স্ন্যাপড্রাগন প্রসেসর ও অপো ফোন, দুইটি যদি একই সাথে আপনার পছন্দের হয়, তবে অপো এফ১৯ প্রো ফোনটিও আপনার পছন্দের হবে। অসাধারণ ক্যামেরা ও শক্তিশালী প্রসেসরের মাধ্যমে অপো এফ১৯ ফোনটি ২২হাজার টাকার মধ্যে একটি চমৎকার ফোনে পরিণত হয়েছে।
অপো এফ১৯ এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৪৩ইঞ্চি
- প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬২
- র্যামঃ ৬জিবি
- স্টোরেজঃ ১২৮জিবি
- ব্যাক ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
অপো এফ১৯ এর দামঃ ২১,৯৯০টাকা
অপো এফ১৭ প্রো
আমাদের দেশে অপো এফ১৭ প্রো ফোনটির বেশ ভালোভাবে প্রচায় চালায় অপো। যার ফলে এই ফোনটিকে কমবেশি সবাই চিনে থাকবেন। শক্তিশালী মিডিয়াটেক প্রসেসর ও অসাধারণ ক্যামেরা সেটাপ মিলিয়ে ফোনটিকে একটি অসাধারণ প্যাকেজে পরিণত করেছে।
অপো এফ১৭ প্রো এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৪৩ইঞ্চি
- প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৯৫
- র্যামঃ ৮জিবি
- স্টোরেজঃ ১২৮জিবি
- ব্যাক ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
- ব্যাটারিঃ ৪০১৫মিলিএম্প
অপো এফ১৭ প্রো এর দামঃ ২৫,৯৯৯টাকা
অপো এফ১৭
২১হাজার টাকার ফোনে ইন-ডিসপ্লে ফিংগারপ্রিন্ট? শুনতে অবাক লাগলেও ২১হাজার টাকা দামের ফোন, অপো এফ১৭ ফোনটির ফিচার এটি। দেখতে ভালো হওয়ার পাশাপাশি পারফরম্যান্স ও এমন একটি চোখ ধাধানো ফিচারযুক্ত ফোনের খোঁজে আছেন যারা, তাদের জন্য এই ফোনটি আদর্শ পছন্দ হতে পারে।
অপো এফ১৭ এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৪৪ইঞ্চি
- প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬২
- র্যামঃ ৮জিবি
- স্টোরেজঃ ১২৮জিবি
- ব্যাক ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
- ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৪০১৫মিলিএম্প
অপো এফ১৭ এর দামঃ ২০,৯৯০টাকা
অপো এ৫৪
ফিচার বিবেচনায় এই ফোনটি তেমন একটা সুবিধার মনে নাও হতে পারে। তবে বাজেট ১২ থেকে ১৫ হাজার টাকার মধ্যে হলে বিবেচনা করে দেখতে পারেন এই মডেলটি।
অপো এ৫৪ এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৫২ইঞ্চি
- প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও পি৩৫
- র্যামঃ ৩জিবি/৪জিবি
- স্টোরেজঃ ৩২জিবি/৬৪জিবি
- ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল
- ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
অপো এ৫৪ এর দামঃ
- ৩জিবি র্যাম + ৩২জিবি স্টোরেজঃ ১২,৯৯০টাকা
- ৪জিবি র্যাম + ৬৪জিবি স্টোরেজঃ ১৫,৯৯০টাকা
- ৬জিবি র্যাম + ১২৮জিবি স্টোরেজঃ ১৭,৯৯০টাকা
অপো এ১৬
অনেকটা অফলাইন মার্কেটের জন্য তৈরী বলা চলে অপো এ১৬ এর মত ফোনগুলোকে। আকর্ষণীয় ডিজাইন এর জোরে বাজারে বেশ বিক্রি হয় এসব ফোন। তবে স্পেসিফিকেশন বিবেচনায় এই ফোনটি বেশিরভাগ মানুষের পছন্দের কাতারে নাও থাকতে পারে।
অপো এ১৬ এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৫২ইঞ্চি
- প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৩৫
- র্যামঃ ৩জিবি/৪জিবি
- স্টোরেজঃ ৩২জিবি/৬৪জিবি
- ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
অপো এ১৬ এর দামঃ
- ৩জিবি র্যাম + ৩২জিবি স্টোরেজঃ ১৩,৯৯০টাকা
- ৪জিবি র্যাম + ৬৪জিবি স্টোরেজঃ ১৫,৯৯০টাকা
অপো এ১৫এস
১৩হাজার টাকার মধ্যে মুটামুটি ভালো মানের অপো ফোন খুঁজে থাকলে অপো এ১৫এস ফোনটি দেখতে পারেন। চলনসই প্রসেসর ও কার্যকর ক্যামেরা সেটাপ এর কম্বিনেশন, অপো এ১৫এস ফোনটি কেনার একটি উল্লেখ্য কারণ হতে পারে।
অপো এ১৫এস এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৫২ইঞ্চি
- প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও পি৩৫
- র্যামঃ ৪জিবি
- স্টোরেজঃ ৬৪জিবি
- ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৪২৩০মিলিএম্প
অপো এ১৫এস এর দামঃ ১২,৯৯০টাকা
👉 ২০ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন
অপো এ১৫
১১হাজার টাকার ফোন, অপো এ১৫ ফোনটি দাম বিবেচনায় কার্যকরী ফিচার অফার করছে। আহামরি কোনো ফিচার না থাকলেও ফোনটি দৈনন্দিন ব্যবহারের উপযোগী, যার ফলে সাধারণ ব্যবহারকারীদের কাছে এই ফোন ব্যবহারে কোনো সমস্যা হবেনা।
অপো এ১৫ এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৫২ইঞ্চি
- প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও পি৩৫
- র্যামঃ ৩জিবি
- স্টোরেজঃ ৩২জিবি
- ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৪২৩০মিলিএম্প
অপো এ১৫ এর দামঃ ১০,৯৯০টাকা
অপো এ৫৩
ফিচার হোক বা ডিজাইন, উভয় বিবেচনায় ১৭হাজার টাকার ফোন, অপো এ৫৩ ফোনটি যেকারো পছন্দ হবে। ফোনটির আকর্ষণীয় ডিজাইন আর মানানসই হার্ডওয়্যার মিলিয়ে একটি কমপ্লিট প্যাকেজে পরিণত করেছে।
অপো এ৫৩ এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
- প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৬০
- র্যামঃ ৬জিবি
- স্টোরেজঃ ১২৮জিবি
- ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
অপো এ৫৩ এর দামঃ ১৬,৯৯০টাকা
অপো এ৩৩
অপো এ৩৩ ফোনটি দামে ১৫হাজার টাকার মধ্যে হলেও ফোনটিতে ৯০হার্জ রিফ্রেশ রেটের মত ট্রেন্ডিং ফিচার বিদ্যমান। এছাড়াও ফোনটিতে স্ন্যাপড্রাগন প্রসেসর ও ভালো ক্যামেরা সেটাপ রয়েছে, যা অনেক ব্যবহারকারীর জন্য ফোনটি কেনার একটি কারণ হতে পারে।
অপো এ৩৩ এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
- প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৬০
- র্যামঃ ৩জিবি
- স্টোরেজঃ ৩২জিবি
- ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
অপো এ৩৩ এর দামঃ ১৩,৯৯০টাকা
অপো এ৫২
যারা স্ন্যাপড্রাগন প্রসেসরের পাশাপাশি আকর্ষণীয় ডিজাইনের একটি ভালো ফোন খুঁজছেন, তারা অপো এ৫২ ফোনটি দেখতে পারেন। সুন্দর ডিজাইন ও চলনসই প্রসেসর বিবেচনায় ২০হাজার টাকা দামের ফোন, অপো এ৫২ ফোনটি অনেকের পছন্দ হতে পারে।
অপো এ৫২ এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
- প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬৫
- র্যামঃ ৪জিবি
- স্টোরেজঃ ১২৮জিবি
- ব্যাক ক্যামেরাঃ ১২মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
অপো এ৫২ এর দামঃ ১৯,৯৯০টাকা
অপো এ৯২
অপো এ৯২ ফোনটি দাম ও ফিচার বিবেচনায় একটি সুইট স্পটে অপস্থান করছে। দৈনন্দিন ব্যবহার ও টুকটাক গেমিং এর জন্য যারা ২৫হাজার টাকার মধ্যে ফোন খুঁজছেন, তারা অপো এ৯২ ফোনটি দেখতে পারেন।
অপো এ৯২ এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
- প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬৫
- র্যামঃ ৮জিবি
- স্টোরেজঃ ১২৮জিবি
- ব্যাক ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
অপো এ৯২ এর দামঃ ২২,৯৯০টাকা
👉 ৩০ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন
👉 অপোর সবচেয়ে কম দামি ফোন সম্পর্কে জানুন
উল্লেখিত ফোনসমুহের দাম অপো বাংলাদেশ এর ওয়েবসাইট থেকে সংগ্রহিত। অপোর ফোন সম্পর্কে আপনার মন্তব্য আমাদের জানান কমেন্ট সেকশনে। এছাড়াও অপো ফোনের দাম বা অন্য কোনো তথ্য সম্পর্কে জানতে চাইলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।