নর্ড সিরিজের নতুন দুইটি ফোন, ওয়ানপ্লাস নর্ড এন১০ ৫জি ও ওয়ানপ্লাস নর্ড এন১০০ এর ঘোষণা দিয়েছে ওয়ানপ্লাস। ওয়ানপ্লাস নর্ড এর এই এন (N) সিরিজে কম দামে ফ্ল্যাগশিপ এক্সপেরিয়েন্স এর প্রতিশ্রুতি দিয়েছে ওয়ানপ্লাস। দুইটি ফোনেই সফটওয়্যার হিসেবে থাকছে ওয়ানপ্লাস এর অক্সিজেন ওএস ভার্সন ১০.৫। ওয়ানপ্লাস এর এই অক্সিজেন ওএস অন্যান্য কাস্টম এন্ড্রয়েড রম থেকে ভালো পারফরম্যান্স দিয়ে এসেছে।
চলুন একনজরে জেনে নেওয়া যাক, ওয়ানপ্লাস নর্ড এন১০ ৫জি এবং ওয়ানপ্লাস নর্ড এন১০০ এর মূল ফিচারসমূহ।
ওয়ানপ্লাস নর্ড এন১০ ৫জি স্পেসিফিকেশন
স্পেসিফিকেশন | ওয়ানপ্লাস নর্ড এন১০ ৫জি |
ডিসপ্লে | ৬.৪৯ইঞ্চি + ৯০হার্জ রিফ্রেশ রেট |
চিপসেট | স্ন্যাপড্রাগন ৬৯০ |
র্যাম | ৬জিবি |
ইন্টারনাল স্টোরেজ | ১২৮জিবি |
ব্যাটারি | ৪৩০০মিলিএম্প |
চার্জিং | ওয়ার্চ চার্জ ৩০টি |
রিয়ার ক্যামেরা | ৬৪মেগাপিক্সেল মেইন ক্যামেরা
৮মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ২মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ২মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর |
ফ্রন্ট ক্যামেরা | ১৬মেগাপিক্সেল |
আরো জানুনঃ ওয়ানপ্লাস ৮টি এলো ১২০ হার্জ ডিসপ্লে নিয়ে | ৩৯ মিনিটে ফুল চার্জ!
ওয়ানপ্লাস নর্ড এন১০০ স্পেসিফিকেশন
স্পেসিফিকেশন | ওয়ানপ্লাস নর্ড এন১০০ |
ডিসপ্লে | ৬.৫২ইঞ্চি |
চিপসেট | স্ন্যাপড্রাগন ৪৬০ |
র্যাম | ৪জিবি |
ইন্টারনাল স্টোরেজ | ৬৪জিবি |
ব্যাটারি | ৫০০০মিলিএম্প |
চার্জিং | ১৮ওয়াট |
রিয়ার ক্যামেরা | ১৩মেগাপিক্সেল মেইন ক্যামেরা
২মেগাপিক্সেল পোর্ট্রেইট লেন্স ২মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা |
ফ্রন্ট ক্যামেরা | ৮মেগাপিক্সেল |
উল্লেখ্য যে, দুইটি ফোনেই থাকছে রিয়ার মাউন্টেড ফিংগারপ্রিন্ট স্ক্যানার। এছাড়াও টাইপ-সি ইউএসবি সাপোর্ট তো থাকছেই। তবে নর্ড এন১০ এ ৫জি থাকলেও, নর্ড এন১০০ তে ৫জি সুবিধা থাকছেনা।
বোনাসঃ মধ্যম বাজেটের ফোন ওয়ানপ্লাস নর্ড আসছে ডুয়াল সেলফি ক্যামেরা ও ৫জি নিয়ে
বর্তমান সময়ের মধ্যে সবচেয়ে কম দামের ওয়ানপ্লাস স্মার্টফোন হতে যাচ্ছে ওয়ানপ্লাস নর্ড এন১০০ ডিভাইসটি৷ ওয়ানপ্লাস নর্ড এন সিরিজ দ্বারা কোম্পানিটি তাদের স্মার্টফোনগুলোকে আরো সহজলভ্য করার মাধ্যমে পরবর্তী প্রযুক্তিসমূহের প্রতিনিধিত্ব করতে চাচ্ছে।
ওয়ানপ্লাস নর্ড এন১০ ৫জি ফোনটির মূল্য ৩২৯ পাউন্ড। অন্যদিকে ওয়ানপ্লাস নর্ড এন১০০ ফোনটি পাওয়া যাবে ১৭৯ পাউন্ডে। আপাতত শুধুমাত্র ইউরোপে এবং পরবর্তীতে উত্তর আমেরিকাতে ফোন দুইটি পাওয়া যাবে।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।