ঢাকার কারওয়ান বাজারের জনতা টাওয়ারে বাংলাদেশের প্রথম সফটওয়্যার টেকনোলজি পার্ক উদ্বোধন করা হয়েছে ১৮ অক্টোবর রবিবার। প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ভবনে আয়োজিত অনুষ্ঠানে এই উদ্বোধন ঘোষণা করেন।
তিনি বলেন “ডিজিটাল বাংলাদেশের চুড়ান্ত লক্ষ্য ছিল দেশে আইটি ইন্ডাস্ট্রি গড়ে তোলা। এটা খুবই আনন্দের যে, আজকে দেশের প্রথম সফটওয়্যার টেকনোলজি পার্ক উদ্বোধন করতে এসেছি।”
এই সফটওয়্যার টেকনোলজি পার্কে প্রযুক্তি খাতের স্টার্টআপ (নতুন) প্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষ সুবিধা থাকবে। এখানে তথ্য-প্রযুক্তি উদ্যোক্তারা তাদের ব্যবসা শুরু করতে পারবেন।
তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ঐ অনুষ্ঠানে বলেন, “গুগল, ফেইসবুকসহ পৃথিবীর বড় বড় কোম্পানিগুলো স্টার্টআপ হিসেবেই শুরু করেছিল।” তিনি তরুণ প্রজন্মকে প্রতিযোগিতার মাধ্যমে সাফল্য অর্জনের জন্য উদ্যোগী হতে আহ্বান জানান। এই বিষয়ে আরও জানতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর এই প্রতিবেদনটি পড়তে পারেন।
ছবিঃ তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এর ফেসবুক পোস্ট থেকে নেয়া
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।