গুগল ট্র্যান্সলেটর (অনুবাদ সেবা) ইতোমধ্যেই অনেকগুলো ভাষায় এর ভিজ্যুয়াল ট্রান্সলেসন দক্ষতা বর্ধিত করেছে। আজ কোম্পানিটি ঘোষণা করেছে যে তারা এখন অন-স্ক্রিনে আরবি ভাষায়ও অনুবাদ করতে সক্ষম।
আপডেটেড গুগল ট্র্যান্সলেটর অ্যাপটি এখন আইওএস এবং এন্ড্রয়েডের জন্য পাওয়া যাচ্ছে। এটি এখন তাৎক্ষণিকভাবে যেকোনো লেখাকে ইংরেজি এবং জার্মান ভাষা থেকে আরবি ভাষায় অনুবাদ করতে পারে।
আপনার এন্ড্রয়েড বা আইওএস চালিত মোবাইলে গুগল ট্র্যান্সলেটর অ্যাপ ইনস্টল করা থাকলে এর মাধ্যমে মজার ভিজ্যুয়াল ট্র্যান্সলেশন ফিচারটি উপভোগ করতে পারবেন। যদিও এটি এখন পর্যন্ত খুব বেশি ভাষা সাপোর্ট করেনা, তবে অন্তত ইংরেজি ও জার্মান ভাষা থেকে আরবি ভাষায় ভিজ্যুয়াল ট্র্যান্সলেশন ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে ইংরেজি বা জার্মান ভাষায় লিখিত কোনো বই কিংবা সাইনবোর্ডের দিকে ট্র্যান্সলেটর অ্যাপের মধ্যে থাকা ক্যামেরা অপশন চালু করে ক্যামেরায় দেখলে মোবাইল স্ক্রিনে উক্ত সাইনবোর্ডের মধ্যে আরবি লেখা দেখা যাবে। ইংলিশ থেকে হিন্দিতেও এভাবে ক্যামেরার মাধ্যমে সরাসরি স্ক্রিনে ট্র্যান্সলেশন দেখা যাবে।
উভয় ক্ষেত্রেই গুগল ট্র্যান্সলেটর অ্যাপে নতুন ভাষার জন্য ফাইল ডাউনলোড করে নিতে হবে।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।