গুগল ট্র্যান্সলেটরে এলো ইংরেজি ও জার্মান ভাষা থেকে আরবিতে ভিজ্যুয়াল ট্র্যান্সলেশন

google visual translation en to ar

গুগল ট্র্যান্সলেটর (অনুবাদ সেবা) ইতোমধ্যেই অনেকগুলো ভাষায় এর ভিজ্যুয়াল ট্রান্সলেসন দক্ষতা বর্ধিত করেছে। আজ কোম্পানিটি ঘোষণা করেছে যে তারা এখন অন-স্ক্রিনে আরবি ভাষায়ও অনুবাদ করতে সক্ষম।

আপডেটেড গুগল ট্র্যান্সলেটর অ্যাপটি এখন আইওএস এবং এন্ড্রয়েডের জন্য পাওয়া যাচ্ছে। এটি এখন তাৎক্ষণিকভাবে যেকোনো লেখাকে ইংরেজি এবং জার্মান ভাষা থেকে আরবি ভাষায় অনুবাদ করতে পারে।

আপনার এন্ড্রয়েড বা আইওএস চালিত মোবাইলে গুগল ট্র্যান্সলেটর অ্যাপ ইনস্টল করা থাকলে এর মাধ্যমে মজার ভিজ্যুয়াল ট্র্যান্সলেশন ফিচারটি উপভোগ করতে পারবেন। যদিও এটি এখন পর্যন্ত খুব বেশি ভাষা সাপোর্ট করেনা, তবে অন্তত ইংরেজি ও জার্মান ভাষা থেকে আরবি ভাষায় ভিজ্যুয়াল ট্র্যান্সলেশন ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে ইংরেজি বা জার্মান ভাষায় লিখিত কোনো বই কিংবা সাইনবোর্ডের দিকে ট্র্যান্সলেটর অ্যাপের মধ্যে থাকা ক্যামেরা অপশন চালু করে ক্যামেরায় দেখলে মোবাইল স্ক্রিনে উক্ত সাইনবোর্ডের মধ্যে আরবি লেখা দেখা যাবে। ইংলিশ থেকে হিন্দিতেও এভাবে ক্যামেরার মাধ্যমে সরাসরি স্ক্রিনে ট্র্যান্সলেশন দেখা যাবে।

উভয় ক্ষেত্রেই গুগল ট্র্যান্সলেটর অ্যাপে নতুন ভাষার জন্য ফাইল ডাউনলোড করে নিতে হবে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *