২০১৬ থেকে আফ্রিকায় স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সুবিধা দিতে যাচ্ছে ফেসবুক। প্রাথমিকভাবে ফেসবুক পরিকল্পনা করেছিল যে তারা এ কাজটি নিজেদের স্যাটেলাইটের মাধমেই করবে কিন্তু বিভিন্ন জটিলতার কারনে কোম্পানিটি ইউটেলস্যাট এর সাথে চুক্তিবদ্ধ হয়েছে, যাতে করে বিদ্যমান স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ দিয়েই আফ্রিকাতে ইন্টারনেট সুবিধা দেয়া যায়।
ইউটেলস্যাট বলেছে বর্তমানে তাদের স্যাটেলাইটের যে ক্ষমতা আছে তা দিয়ে সরাসরি ব্যবহারকারীদের নিকট ইন্টারনেট সুবিধা পৌঁছে দেয়া যাবে ফলে আফ্রিকার প্রত্যন্ত এলাকা গুলোতেও ইন্টারনেট সুবিধা দেয়া সম্ভব হবে।
এছাড়া ইন্টারনেট সেবা প্রদানকারী বড় ড্রোন নিয়েও কাজ করছে ফেসবুক। এখনো পর্যন্ত এটি পরীক্ষামুলক ভাবে ব্যবহৃত হচ্ছে।
এই স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবার মাধ্যমে ব্যবহারকারীদের ইন্টারনেট ডট ওআরজি প্রকল্পে এক্সেস প্রদান করবে ফেসবুক।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।