হরতালে পিছিয়ে গেল ২০১৪ সালের জেএসসি-জেডিসি পরীক্ষা

jsc 2014 img

২ ও ৩ নভেম্বর অনুষ্ঠেয় ২০১৪ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা জামায়তে ইসলামীর ডাকা হরতালের কারণে পিছিয়ে দেওয়া হয়েছে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী ২ নভেম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৭ নভেম্বর এবং ৩ নভেম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় প্রেস ব্রিফিং করে এই তথ্য জানিয়েছেন শিক্ষাসচিব মোঃ নজরুল ইসলাম খান।

২ নভেম্বর জেএসসি’র বাংলা প্রথম পত্র এবং জেডিসি’র কুরআন মজিদ ও তাজবিদ পরীক্ষা ছিল। নতুন সময়সূচি অনুযায়ী এই পরীক্ষা ৭ নভেম্বর সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

আর ৩ নভেম্বর জেএসসি’র বাংলা দ্বিতীয় পত্র এবং জেডিসি’র আত-তাওহীদ ওয়ালফিকহ এবং আকাইদ ও ফিকহ পরীক্ষা ছিল। নতুন সময়সূচী অনুযায়ী ১৪ নভেম্বর জেএসসির বাংলা দ্বিতীয় পত্র (৫০ মার্কস) পরীক্ষাটি সকাল ৯টায় শুরু হয়ে ১১টায় শেষ হবে। জেডিসির পরীক্ষাটি ৯টা থেকে ১২টা পর্যন্ত চলবে।

২ নভেম্বর থেকে ২০১৪ সালের জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। এতে প্রায় ২১ লাখ পরীক্ষার্থী অংশ নেবে। গত বছরও হরতালের কারণে জেএসসি-জেডিসির কয়েকটি পরীক্ষা পিছিয়ে যায়।

সূত্রঃ প্রথম আলো, বিডিনিউজ২৪ ডটকম

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *