বিকাশে কম খরচে ক্যাশ আউট করতে এলো সিটি ব্যাংক ATM সুবিধা

এতোদিন ব্র‍্যাক ব্যাংক এর এটিএম থেকে বিকাশ ক্যাশ আউট করা যেতো। এবার চলে এলো বিকাশ একাউন্ট ব্যবহার করে সিটি ব্যাংক এটিএম-এ ক্যাশ আউট করার সুবিধা। ব্র‍্যাক ব্যাংক এটিএম থেকে ক্যাশ আউট এর মতই হাজারে ১৪.৯০ টাকা চার্জে সিটি ব্যাংক এটিএম-এ ক্যাশ আউট করা যাবে। 

সিটি ব্যাংক এটিএম-এ ক্যাশ আউট করার সুবিধা আসার ফলে বিকাশ গ্রাহকগণ ব্র‍্যাক ব্যাংক এর পাশাপাশি সিটি ব্যাংক এর এটিএম থেকেও বিকাশ ক্যাশ আউট করতে পারবেন একই খরচে।

সিটি ব্যাংক এটিএম থেকে বিকাশ ক্যাশ আউট করতে একটি সিকিউরিটি কোড প্রয়োজন হবে।

সিকিউরিটি কোড পেতে নিচের নির্দেশনা অনুসরণ করুন:

  • *247# ডায়াল করে বিকাশ মেন্যুতে প্রবেশ করুন, কিংবা বিকাশ মোবাইল অ্যাপে প্রবেশ করুন
  • Cash Out অপশন সিলেক্ট করুন
  • From ATM অপশন সিলেক্ট করুন
  • আপনার বিকাশ পিন প্রদান করুন
  • এরপর রেজিস্টার্ড মোবাইল নাম্বারে সিকিউরিটি কোড (ওটিপি) এসএমএস আসবে, এই কোডটি শুধুমাত্র পরের ৫ মিনিট পর্যন্ত ব্যবহার করা যাবে

এরপর এটিএম বুথ থেকে ক্যাশ আউট করতে নিম্নলিখিত নির্দেশনা অনুসরণ করুন:

  • এটিএম স্ক্রিনের বোটম লেফট কর্নারে থাকা bKash Cash Out বাটনে ক্লিক করুন
  • আপনার কাংখিত ভাষা সিলেক্ট করুন
  • আপনার বিকাশ একাউন্ট নাম্বার লিখুন
  • ক্যাশ আউট এর পরিমাণ লিখুন
  • এসএমএস এ পাওয়া সিকিউরিটি কোড প্রদান করুন
  • প্রদত্ত তথ্য ভেরিফাই ও নিশ্চিত করুন
  • টাকা ও রিসিট সংগ্রহ করুন
  • এরপর বিকাশ থেকে কনফার্মেশন এসএমএস পাবেন

এভাবে বেশ সহজে হাজারে ১৪.৫০ টাকা খরচে বিকাশ ক্যাশ আউট করতে পারবেন সিটি ব্যাংক এটিএম-এ।

সিটি ব্যাংক ছাড়াও সাধারণভাবে ব্র‍্যাক ব্যাংক থেকেও বিকাশ ক্যাশ আউট করা যাবে। এছাড়া একই রেটে ক্যাশ আউট করতে চাইলে বিকাশ প্রিয় এজেন্ট এর কাছ থেকেও ক্যাশ আউট করা যেতে পারে। শুধুমাত্র একজন এজেন্টকে প্রিয় এজেন্ট সেট করা যায়, আর প্রিয় এজেন্ট পরিবর্তন করা যায় প্রতি মাসে শুধু একবার। তাই বিকাশ প্রিয় এজেন্ট সেট করার আগে নিশ্চিত করুন উক্ত এজেন্টের কাছ থেকে সবসময় ক্যাশ আউট এর সুবিধা রয়েছে কিনা। 👉 ব্র‍্যাক ব্যাংকে কার্ড ছাড়াই এটিএম থেকে টাকা তোলার উপায়

bkash city bank atm

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

বিকাশ ক্যাশ আউট করার প্রক্রিয়া বেশ সহজ, তবে তা এজেন্ট এর কাছ থেকে ক্যাশ আউট এর ক্ষেত্রে। সাধারণ ব্যবহারকারীর জন্য এটিএম থেকে ক্যাশ আউট করা বেশ গোলমেলে বিষয়। তবে প্রয়োজনের সময় ব্র‍্যাক ব্যাংক বা সিটি ব্যাংক এর এটিএম থেকে বিকাশ ক্যাশ আউট করা যাবে, যা অসাধারণ একটি সংযোজন বলতে হবে। যদিওবা অধিকাংশ ব্যবহারকারী সরাসরি এজেন্টের কাছ থেকে ক্যাশ আউট করতে অধিক স্বাচ্ছন্ধ্যবোধ করেন, তবুও ক্যাশ আউট এর একটি আলাদা সুযোগ থাকা ভালো বিষয়। সবসময় হাতের পাশে বিকাশ এজেন্ট পাওয়া যায়না, আবার এজেন্ট পাওয়া গেলেও এজেন্টের কাছে যথেষ্ট ক্যাশও থাকেনা। এই ধরনের পরিস্থিতিতে এটিএম ক্যাশ আউট কাজে আসতে পারে।

আপনি কি এটিএম থেকে বিকাশে টাকা তোলেন? এটিএম থেকে বিকাশ ক্যাশ আউট এর অভিজ্ঞতা সম্পর্কে আমাদের জানাতে পারেন কমেন্ট সেকশনে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,544 other subscribers

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *